ডেস্ক রিপোর্ট::  ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে আরাফাত হোসেন নামে এক যুবকের রহস্যজনক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) রাতে আশুগঞ্জ উপজেলার সোনারামপুর গ্রামের একটি বাড়ি থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করে পুলিশ।

আরাফাত হোসেন জেলা শহরের টেংকেরপাড় এলাকার হেলাল উদ্দিনের ছেলে।

পরিবারের সদস্যদের অভিযোগ, তাদের ছেলেকে সৌদিপ্রবাসী নোমানের পরামর্শে ইয়াছিন ও হযরত নামের দুই যুবক পরিকল্পিতভাবে হত্যা করেছে। পরিবার জানায়, বুধবার (২২ ফেব্রুয়ারি) সকালে আরাফাত জন্মনিবন্ধনের জন্য বাড়ি থেকে বের হয়। এরপর থেকে তার মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়। পরে বৃহস্পতিবার রাতে আশুগঞ্জ থেকে আরাফাতের মৃত্যুর বিষয়টি অবহিত করা হয়।

নিহত যুবকের পরিবার আরও জানায়, আরাফাতের বন্ধু সৌদিপ্রবাসী আশুগঞ্জের লালপুর এলাকার নোমানের পরামর্শে শরীফপুর এলাকার ইয়াছিন এক তরুণীসহ আরফাতকে সঙ্গে নিয়ে আশুগঞ্জে হযরতের বাড়িতে উঠে। সেখানে তাকে পরিকল্পিতভাবে শ্বাসরোধ করে হত্যা করা হয়।

এ বিষয়ে আশুগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজাদ রহমান জানান, প্রাথমিকভাবে বিষয়টিকে আত্মহত্যা বলে মনে হচ্ছে। জিজ্ঞাসাবাদের জন্য বাড়িতে অবস্থানকারী ওই তরুণীকে আটক করা হয়েছে।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here