মোঃআশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ::
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে কৃষি ব্যাংকে দশ লক্ষ টাকা ঋণ নেওয়ার সময় ডিজিএফআইয়ের ডাইরেক্টর পরিচয় দেওয়া এক প্রতারক কে আটক করেছে নাচোল থানা পুলিশ। এসময় পুলিশ তাঁর সহযোগী হিসাবে অপর একজন কে ও আটক করেছে।
আটককৃতরা হলো ভুয়া ডিজিএফআইয়ের ডাইরেক্টর পরিচয় দেওয়া সদর উপজেলার নামোশংকরবাটি এলাকার এনামুলে হকের ছেলে সিরাজুল ইসলাম (৫৫) এবং তাঁর সহযোগি নাচোল উপজেলার উত্তর মল্লিকপুর এলাকার খলিল উদ্দিন মন্ডলের ছেলে রফিকুল ইসলাম।
নাচোল থানার ওসি তারেকুর রহমান সরকার যুগান্তর কে বলেন, সোমবার বেলা ১১টার দিকে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, নাচোল বাজার শাখায় মোঃ সিরাজুল ইসলাম নিজেকে সামরিক গোয়েন্দা ডিজিএফআইয়ের ডাইরেক্টর পরিচয় দিয়ে ১০লক্ষ টাকা ঋণ নেয়ার জন্য ব্যাংক ম্যানেজারকে মোঃ আলমগীর হোসেনকে চাপ প্রয়োগ করেন।
ব্যাংকের শাখা ম্যানেজারের কাছে বিষয়টি সন্দেহজনক মনে হলে থানা পুলিশকে অবগত করেন। পরে পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ভূয়া বলে স্বীকার করেন। এসময় বর্ণিত প্রতারকের সহযোগী হিসেবে মোঃ রফিকুল ইসলাম কে আটক করা হয়। পরবর্তী আইনগত প্রক্রিয়াধীন রয়েছে।