বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, বর্তমান সরকার অযোগ্য, অথর্ব, তাবেদার সরকার। রোডমার্চ থেকে এই সরকারের প্রতি জনগণ অনাস্থা প্রকাশ করেছে।
তিনি বলেন, বর্তমান সরকার সকল ক্ষেত্রে ব্যর্থ হয়ে দিশেহারা হয়ে গেছে। তারা একটি নির্বাচনী প্রতিশ্রুতিও পূরণ করতে পারেনি।
খুলনা বিভাগীয় রোডমার্চের দ্বিতীয় দিন রোববার দুপুর ১২টার দিকে যশোর জেলা ঈদগাহ মাঠে তৃতীয় পথসভায় তিনি এসব কথা বলেন।
যশোর জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি শামসুল হুদার সভাপতিত্বে বক্তব্য রাখেন স্থায়ী কমিটির সদস্য ব্যারিষ্টার ম্ওদুদ আহমেদ, ড.খন্দকার মোশাররফ হোসেন, ড.আবদুল মঈন খান, বাবু গয়েশ্বর চন্দ্র রায়, মির্জা আব্বাস, তরিকুল ইসলাম, ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, চেয়ারপারসন উপদেষ্টা আ স ম হান্নান শাহ, এলডিপির চেয়ারম্যান কর্ণেল অলী আহমেদ, বিএনপির সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস, মজিবুর রহমান সরোয়ার, মশিউর রহমান, জামায়াত ইসলামীর মজলিষে শুরার সদস্য মুহাদ্দিস আবু সাইদ মো.শাহাদাত হোসেন, যশোর জেলা আমীর অধ্যাপক আবদুর রশীদ, বিজেবির মহাসচিব শামীম আল মামুন, ইসলামী ঐক্যজোট মহাসচিব আবদুল লতিফ নেজামী, খেলাফত মজলিশের আমীর মাওলানা ইসহাক প্রমুখ।
ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/ইউএন নিউজ