ইমা এলিস/ বাংলা প্রেস, নিউ ইয়র্ক ::

ফিলিস্তিনিদের মুক্তির দাবিতে যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের বোস্টনে বিক্ষোভ করেছে অর্ধশতাধিক স্থানীয় সংগঠন। স্থানীয় সময় শুক্রবার (১৭ নভেম্বর) বিকেলে বোস্টন কমন্সের ভেতরে সর্বধর্মীয় পাঁচ শতাধিক মানুষ উক্ত সমাবেশে অংশ নেন। এসময় গাজায় ইসরায়েলের চালানো গণহত্যা বন্ধের দাবি করেন বিক্ষোভকারীরা। যুক্তরাষ্ট্রের বাংলা সংবাদমাধ্যম বাংলা প্রেস এ খবর জানিয়েছে।
বিক্ষোভকারীরা ফিলিস্তিনের পক্ষে স্লোগানে গণহত্যা বন্ধে সংশ্লিষ্ট নেতাদের প্রতি আহ্বান জানান। বিক্ষোভকারীদের হাতে ফিলিস্তিনি পতাকা এবং যুদ্ধ বন্ধের পক্ষে প্ল্যাকার্ড ছিল।
বিক্ষোভে অংশ নেয়া ফিলিস্তিন যুব আন্দোলনের একজন সংগঠক বলেছেন, হামাসের বিরুদ্ধে যুদ্ধে ইসরাইলকে অস্ত্র সরবরাহের জন্য মার্কিন সরকারকে জবাবদিহি করতে হবে।
উল্লেখ্য, এ সপ্তাহের এপেক সম্মেলনে শত শত আন্তর্জাতিক সাংবাদিকসহ ২০ হাজারের বেশি মানুষ সানফ্রান্সিসকোতে জড়ো হবেন। জানা যায়, বিক্ষোভকারীদের সংগঠন “নো টু এপেক জোট” বলেছে এপেকের মতো শীর্ষ সম্মেলনে বাণিজ্য চুক্তিগুলো শ্রমিক শোষণ ছাড়া আর কিছুই না৷
উল্লেখ্য, এপেক ১৯৮৯ সালে প্রতিষ্ঠিত হওয়া একটি আঞ্চলিক অর্থনৈতিক ফোরাম। বিশ্বের দুই বৃহত্তম অর্থনৈতিক পরাশক্তি চীন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের পাশাপাশি মেক্সিকো, ব্রাজিল এবং ফিলিপাইন সহ ২১টি দেশ এ সংগঠনের সদস্য।
Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here