মোঃ সফিকুল আলম দোলন, জেলা প্রতিনিধি,পঞ্চগড় ::
পঞ্চগড়ের বোদায় ‘সমাজ সেবায় গড়বো দেশ,স্মার্ট হবে বাংলাদেশ ‘’ এই প্রতিপাদ্য নিয়ে মঙ্গলবার (২ জানুয়ারী)দুপুরে পিকেএসএফ এর আর্থিক সহায়তায় সূচনা সমৃদ্ধি কর্মসূচির আয়োজনে বোদা উপজেলার ৮ নং বোদা ইউনিয়নের বালাভীড় গ্রামে সমৃদ্ধি ইউনিট অফিস চত্বরে বোদায় সমৃদ্ধি কর্মসূচির উদ্যোগে আলোচনা সভা,শীতবস্ত্র বিতরণ,বৃক্ষের চারা বিতরণ ও বৃক্ষরোপণ সহ নানাবিধ কর্মসূচি বাস্তবায়ন এর মাধ্যমে জাতীয় সমাজসেবা দিবস২০২৪ পালিত হয় ।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৮ নং বোদা ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান বাবু অখিল চন্দ্র ঘোষ।সূচনা সমাজ উন্নয়ন সংস্থার প্রধান নির্বাহী ও পরিচালক মো.সফিকুল আলম এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক ,পল্লী সাহিত্য সংস্থার নির্বাহী পরিচালক মো. হারুন অর রশিদ,বিশিষ্ট সমাজসেবক আব্দুল বাসেত ও ইউপি সদস্য এরাজ উদ্দিন এবং মো.জয়নুল ইসলাম ।
অন্যদের মধ্যে সংস্থার সমৃদ্ধি কর্মসূচি সমন্বয়কারী আজিজুর রহমান,সমৃদ্ধি স্বাস্থ কর্মকর্তা ডা.আরিফুজ্জামান বক্তব্য রাখেন। আলোচনা শেষে দরিদ্র শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ,কমিউনিটি ক্লিনিক চত্বরে বৃক্ষ রোপণ ও যুবাদের মধ্যে বৃক্ষের চারা বিতরণ করা হয় । অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ সূচনার সমৃদ্ধি কর্মসূচির শিক্ষা সুপারভাইজার তাপস চন্দ্র সেন,সমাজ উন্নয়ন কর্মকর্তা সিদ্দিক আলী, স্বাস্থ সেবিকা, শিক্ষিকা, যুবফোরামের সদস্য বৃন্দ অংশগ্রহণ করেন ।