মোঃসফিকুল আলম দোলন, জেলা প্রতিনিধি,পঞ্চগড় ::

বোদা উপজেলার বেংহারী, কাজলদিঘী কালিয়াগঞ্জ ও বড়শশী ইউনিয়নের উপর দিয়ে বহে যাওয়া করতোয়া নদীর পানি ডিসেম্বর-জানুয়ারী মাসে প্রায় শুন্য হয়। বর্ষা নামার ৩ মাসের মধ্যে করতোয়া নদীর পানি কমে যায়। পানি শুন্য এই করতোয়া নদীর দুই পার্শ্বে তখন চলে বোরো ধান লাগানোর ধুম।

এই অঞ্চলের গরীব নিম্ন মধ্যবিত্ত পরিবারের লোকজন যে যার মতো করে জায়গা দখল করে বোরো ধান লাগায়। বোদা হয়ে কালিয়াগঞ্জ যাওয়ার পথে করতোয়া নদীর বোয়ালমারী ঘাট পার হওয়ার সময় কথা হয় নদী এলাকার বোরো চাষী তারা মিয়া ও রঞ্জু মিয়ার সাথে।

তারা বলেন, অনেক বছর ধরে  আমরা এই জায়গায় বোরো ধান চাষ করে আসছি। নদীর পানি নামার সাথে সাথে আমরা বোরো লাগানো শুরু করি। নদীর জোয়ার ভাটায় পানি শুকায় না। আর আমাগোর বোরো ধান লাগাতে কোন সার নিতে হয় না। বোরো লাগানোর ঠিক সময়ে ধান পেকে যায়। এভাবে নদীর আশপাশের মানুষগুলো বোরো ধান উৎপাদন করে তাদের ভাতের চাহিদা পুরণ করে আসছে।

বিনা পুঁজিতে ধানের এই উৎপাদন গ্রামীণ অর্থনীতি নতুন মাত্রা যোগ হয়েছে বলে অত্র অঞ্চলের কৃষিবিদ জানান।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here