মোঃ সফিকুল আলম দোলন, জেলা প্রতিনিধি, পঞ্চগড় ::
পঞ্চগড়ের বোদা উপজেলার মাড়েয়া বামনহাট ইউনিয়নের কাউয়াখাল এলাকায় করতোয়া নদীতে পড়ে খালেদ সাইফুল্লা নামে ৪ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।মৃত শিশুটি কাউয়াখাল গ্রামের আলামিন ইসলামের পুত্র বলে জানা যায়।
শুক্রবার সকালে খালেদ সাইফুল্লা তার চাচাতো ভাই আবদুর রহমানের সাথে খেলতে গিয়ে বাড়ির পাশের
করতোয়া নদীতে পড়ে যায়। এ সময় আবদুর রহমানের চিৎকারে ঐ এলাকার আশপাশেরলোকজন তাকে করতোয়া নদীর ১২ হতে ১৮ ফিট গভীর থেকে তুলে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই সে মারা যায়।
এ ব্যাপারে মাড়েয়া বামনহাট ইউপি চেয়ারম্যান আবু আনছার মোঃ রেজাউল করিম শামীম করতোয়া নদীতে এক শিশু মারা যাওয়ার বিয়য়টি নিশ্চিত করেন।