কলিট তালুকদার, পাবনা প্রতিনিধি :: পাবনার বেড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা আব্দুল কাদের (৭২) করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ( ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)।
বৃহঃস্পতিবার সন্ধ্যায় ঢাকার স্কয়ার হাসপাতালের আইসিইউয়তে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান ।
আব্দুল কাদেরের পুত্র আবেদীন কাদের আদর জানান, সপ্তাহ খানেক আগে তার বাবা অসুস্থ বোধ করলে তাকে স্থানীয় হাসপাতালে নেয়া হয়। সেখানে করোনা সনাক্তের পর অবস্থার অবনতি হলে তাকে ঢাকার স্কয়ার হাসপাতালের আইসিইউয়ে নেয়া হয়। গত কয়েকদিন ভেন্টিলেটর সাপোর্টে থাকার পর বৃহঃস্পতিবার সন্ধ্যায় তিনি মারা যান ।
মুক্তিযোদ্ধা আব্দুল কাদেরের মৃত্যুতে পাবনায় আওয়ামীলীগ নেতাকর্মী ও তাঁর সহযোদ্ধা মুক্তিযোদ্ধাদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। শোক জ্ঞাপন করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন, কেন্দ্রীয় আওয়ামীলীগের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা সাহাবুদ্দিন চুপ্পু, পাবনা জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান রেজাউল রহিম লাল, সাধারণ সম্পাদক গোলাম ফারুক প্রিন্স এমপি, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু এমপি, পাবনা ২ আসনের সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবীর, পাবনা প্রেসক্লাবের সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা রবিউল ইসলাম, ডায়াবেটিক সমিতির সভাপতি মুক্তিযোদ্ধা বেবী ইসলাম, পাবনা প্রেসক্লাবের সভাপতি এবিএম ফজলুর রহমান, সাধারন সম্পাদক সৈকত আফরোজ আসাদ, জেলা সংবাদপত্র পরিষদ সভাপতি আব্দুল মতীন খান, পাবনা প্রেসক্লাবের ক্রীড়া সম্পাদক কলিট তালুকদার।