আ’লীগ-বিএনপি’র সংঘর্ষের সংবাদ প্রচারের জের ধরে চ্যানেল আই এর জয়পুরহাট জেলা প্রতিনিধি ও জয়পুরহাট জেলা প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি শফিউল বারী রাসেল এর ওপর হামলার ঘটনায় শনিবার জয়পুরহাটের কালাই পৌরসভার মেয়র ও উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক তৌফিকুল ইসলাম তালুকদার ও তার সহযোগীদের বিরম্নদ্ধে কালাই থানায় মামলা হয়েছে। আহত ওই সাংবাদিক বাদি হয়ে এ মামলা দায়ের করেন। মামলার ২৪ ঘন্টার মধ্যে দোষীদের গ্রেপ্তারের আলটিমেটাম দিয়ে রবিবার কালো ব্যাজ ধারণ ও জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদানের কর্মসূচী ঘোষণা করেছে জয়পুরহাট জেলা প্রেসক্লাব। এদিকে সাংবাদিক পেটানো মেয়রের গ্রেপ্তারের দাবিতে উত্তরাঞ্চল ফেডারেল সাংবাদিক পরিষদের (উফেসাপ) পক্ষ থেকে আন্দোলনের ঘোষণা দেওয়া হয়েছে। স্থানীয় সাংবাদিকরা অভিযোগ করেন,সাংবাদিকের ওপর ওই হামলা চালানোর পর মেয়র এবং তার সহযোগীরা বিভিন্নভাবে অন্যান্য সাংবাদিকদের হুমকী দিচ্ছেন।
জয়পুরহাট জেলা প্রশাসক অশোক কুমার বিশ্বাস ও পুলিশ সুপার মোজাম্মেল হক শনিবার জয়পুরহাট আধুনিক হাসপাতালে গিয়ে আহত সাংবাদিক শফিউল বারীর চিকিৎসার খোঁজখবর নেন। জেলা প্রশাসক এ সময় বলেন,‘অনাকাঙ্খিত এ ঘটনার সাথে জড়িতদের বিরম্নদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
পুলিশ সুপার মোজাম্মেল হক বলেন,‘সাংবাদিক শফিউল বারী বাদি হয়ে হামলাকারীদের বিরম্নদ্ধে মামলা দিয়েছেন। হামলাকারীরা যতই প্রভাবশালী হোক না কেন,তাদেরকে গ্রেপ্তারের জন্য কালাই থানা পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে।’
উত্তরাঞ্চল ফেডারেল সাংবাদিক পরিষদের সভাপতি তৌহিদুর রহমান মানিক এ ঘটনায় নিন্দা জানিয়ে বলেন,‘সাংবাদিক পেটানো ওই মেয়র ও তার সহযোগীদের দ্রম্নত গ্রেপ্তার করা না হলে উফেসাপ কঠোর কর্মসূচী দেবে।’
জয়পুরহাট জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক রফিকুল ইসলাম বলেন,‘সাংবাদিক হামলার ওই ঘটনায় দোষীদের ২৪ ঘন্টার মধ্যে গ্রেপ্তারের আলটিমেটামসহ সংগঠনের পক্ষ থেকে কালো ব্যাজ ধারণ ও জেলা প্রশাসকের কাছে স্মারক লিপি প্রদান কর্মসূচী নেওয়া হয়েছে। এর মধ্যে সাংবাদিক পেটানো ওই মেয়রসহ তার সহযোগীদের গ্রেপ্তার করতে ব্যর্থ হলে বৃহৎ আন্দোলন গড়ে তোলা হবে।’
উলেস্নখ্যঃ আওয়ামী লীগ সমর্থিত কালাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মিনফুজুর রহমান মিলন এবং উপজেলা বিএনপি’র একাংশের সভাপতি ইব্রাহিম হোসেনের বিরোধের জের ধরে গত বৃহস্পতিবার নেতা-কর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় কালাই পৌর মেয়র তৌফিকুল ইসলাম তালুকদার তার নেতা-কর্মীদের নিয়ে বিএনপি নেতা ইব্রাহিম হোসেনের পড়্গ নেন। বিএনপি’র সাথে মেয়রের সখ্যতা নিয়ে সংবাদ প্রচার করায় ক্ষুব্ধ হয়ে আ’লীগ নেতা ও পৌর মেয়র এবং তার সহযোগীরা সাংবাদিক শফিউল বারীর ওপর শুক্রবার কালাই বাসষ্ট্যান্ড এলাকায় হামলা চালায়।
ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/এস এম শফিকুল ইসলাম/জয়পুরহাট