মোঃ ওসমান গনি, বেনাপোল (যশোর) প্রতিনিধি ::
যশোরের বেনাপোল দৌলতপুর সীমান্ত থেকে ৩কেজি ৩শ’ ৫০গ্রাম ওজনের ০৬টি স্বর্নের বার উদ্ধার করেছ বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা। যার বাজার দর আনুমানিক ২কোটি ৬১লক্ষ ২৫হাজার টাকা।
খুলনা-২১ বিজিবি ব্যাটলিয়নের অধিনায়ক লে. কর্নেল তানভির আহমেদ জানান, গোপন সংবাদে জানতে পারে দৌলতপুর সীমান্তের ইছামতি নদী এলাকা দিয়ে ভারতে স্বর্নের চালান পাচার হচ্ছে। এখবরে একদল বিজিবি সদস্য ভারতের আংরাইল সীমান্তের ৩শ’ গজ অদূরে অভিযান চালায়। এসময় বিজিবির উপস্তিতি টের পেয়ে স্বর্নের চালান ফেলে পালিয়ে যায় পাচারকারী। মঙ্গলবার দুপুরে স্থানীয় গনমাধ্যম কর্মিদের উপস্তিতিতে জব্দ করা হয় স্বর্নের চালান। এসময় ভারতে পালিয়ে যায় পাচারকারী।
আটককৃত স্বর্নের চালান বেনাপোল পোর্ট থানায় জমা করা হয়।
Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here