মোঃ ওসমান গনি, বেনাপোল প্রতিনিধি ::
যশোরের বেনাপোল সীমান্ত থেকে ১ কোটি ৮০ লাখ টাকা মূল্যের ১৮পিচ স্বর্নেরবারসহ ২ পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার (৩১ জুলাই) বিকাল ৪টার দিকে সীমান্তের দৌলতপুর প্রাথমিক বিদ্যালয়ের পাশ থেকে ভারতে পাচারের সময় ২ পাচারকারীকে স্বর্নসহ হাতে নাতে আটক করা হয়। আটকরা হলো- বেনাপোল পোর্ট থানার পুটখালী গ্রামের রবিউল ইসলামের ছেলে মিলন হোসেন (৩৬) এবং একই থানার বোয়ালিয়া গ্রামের মিকাইল ইসলামের ছেলে শাহজামাল (২৫)।
খুলনা-২১ বিজিবি ব্যাটেলিয়ানের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানভীর রহমান জানান, গোপনে খবর পেয়ে বেনাপোলের দৌলতপুর সীমান্তের স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের পাশে অভিযান চালায় বিজিবি সদস্যরা। এ সময় সন্দেহভাজন দুজন স্বর্ন পাচারকারীকে ধাওয়া দিয়ে আটক করা হয়।
পরে আটককৃতদের অগ্রভুলাট ক্যাম্পে নিয়ে একজনে জুতার মধ্যে অপরজনের পায়ের এংলেট মোজায় মোড়ানো অবস্থায় দুই কেজি একশ’ গ্রাম ওজনের ১৮ পিচ স্বর্নেরবার পাওয়া যায়। যার বাজারমূল্য প্রায় ১ কোটি ৮০ টাকা। জব্দ করা স্বর্নের বারগুলো শার্শা থানার মাধ্যমে যশোর কাস্টম্সের ট্রেজারিতে হস্তান্তর করা হয়েছে।