ইয়ানূর রহমান, যশোর প্রতিনিধি ::

বেনাপোল রেলস্টেশনে যৌথ অভিযানে ৬৮০ পিস ভারতীয় কম্বল উদ্ধার হয়েছে। শুক্রবার (৬ ডিসেম্বর) সন্ধ্যায় বিজিবি, পুলিশ ও ম্যাজিস্ট্রেটের সমন্বয়ে বেনাপোল রেলস্টেশনে এ অভিযান পরিচালনা করা হয়।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক ও উপ-অধিনায়ক জানান, আমাদের কাছে খবর ছিল বেশ কিছুদিন যাবৎ কিছু অসাধু ব্যবসায়ী সাধারণ যাত্রীদের হয়রানি করে বেনাপোল রেলওয়ে স্টেশন থেকে লোকাল ট্রেনের মাধ্যমে ভারতীয় চোরাচালানী মালামাল পাচার করে আসছে। এসব বিষয় নিয়ে বিভিন্ন পত্র-পত্রিকায় খবরও প্রকাশিত হয়। যা যশোরের প্রশাসনের নজরে আসে। যার প্রেক্ষিতে ম্যাজিস্ট্রেট, বিজিবি এবং পুলিশ এর সমন্বয়ে বিশেষ একটি টাস্কফোর্স এর পরিকল্পনা গ্রহণ করা হয়।

সে অনুযায়ী যশোর জেলা প্রশাসকের আহবানে শুক্রবার (৬ ডিসেম্বর) সন্ধ্যায় যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়কমেজর ফারজিন ফাহিম, উপ-অধিনায়ক ও সহকারী পরিচালক মাসুদ রানা, শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী নাজিব হাসান, শার্শা সহকারী ভূমি কর্মকর্তা নুসরাত ইয়াসিন, বেনাপোল পোর্ট থানার
ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল মিয়াসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দের উপস্থিতিতে বেনাপোল রেলস্টেশনে বিশেষ টাস্কফোর্স অভিযান পরিচালনা করা হয়।

অভিযান পরিচালনা করে রেলস্টেশনে শুল্ক ফাঁকি দিয়ে ভারত থেকে আনা ভারতীয় ৬৮০ টি কম্বল, ৩৫ প্যাকেট কিসমিস, ৪৩ টি কসমেটিক্স সামগ্রী জব্দ করা হয়।যার আনুমানিক বাজার মূল্য ১৯ লাখ ৮৫ হাজার টাকা। জব্দকৃত মালামাল বেনাপোলকাস্টমসের আটক শাখায় জমা করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here