বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন ভক্ত জানান, বিজিবির কাছ থেকে খবর পেয়ে মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে প্রেরন করা হয়। ধারনা করা হচ্ছে দুইদিন আগে দুস্কৃতিকারীরা তাকে কুপিয়ে হত্যা করে মরদেহ নদীর পাড়ে ফেলে রেখে যায়। মরদেহের গায়ে একাধিক কোপের চিহ্ন রয়েছে।
খুলনা ২১ বর্ডার গার্ড ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লে. কর্নেল খুরশিদ আনোয়ার জানান, দুই দিন আগে কে বা কারা তাকে কুপিয়ে হত্যা করে লাশ ইছামতি নদীর তীরে রেখে যায়। নিহত ব্যক্তি স্থানীয় নয়। তার গায়ে একাধিক কোপের চিহৃ রয়েছে। বিষয়টি পুলিশ তদন্ত করছে।