ইয়ানুর রহমান।

বেনাপোল দিয়ে বিজিবি'র প্রশিক্ষন প্রাপ্ত  ১৮টি ভারতীয় কুকুর আনা হলোযশোর : বেনাপোল চেকপোষ্ট দিয়ে বিজিবি’র জন্য আনা হলো ১৮ টি প্রশিক্ষন প্রাপ্ত ভারতীয় কুকুর। বিজিবি’র ২০ সদস্যের একটি প্রতিনিধি দল ভারতের মধ্য প্রদেশের ট্যাকেরপুর বিএসএফ ট্রেনিং সেন্টারে ৬ মাসের ডগ স্কোয়ার্ড  ট্রেনিং শেষে বিজিবির সহকারী পরিচালক শাহাদৎ হোসেন কুকুরগুলো নিয়ে আসেন।

ভারতের মধ্যপ্রদেশ ট্যাকেরপুর বিএসএফ ট্রেনিং সেন্টারে বিজিবি সদস্যদের পাশাপাশি ১৮ টি কুকুরকে ও আধুনিক প্রশিক্ষনে প্রশক্ষিত করা হয়। এর আগে ভারতীয় ৩২ হাজার রূপিতে এক একটি কুকুর কেনা হয়।

যশোর ২৬ বিজিবি’র কমান্ডিং অফিসার লে. কর্নেল জাহাঙ্গীর হোসেন জানান, আধুনিক প্রশিক্ষন প্রাপ্ত  এসব কুকুর দিয়ে সীমান্তে অপারেশনাল কাজে অর্থ্যাৎ অস্ত্র ,মাদক ও চোরাচালান পন্য জব্দ করার কাজে নিয়োজিত করা হবে। সীমান্তবর্তী বিভিন্ন স্থানে ও যানবাহনে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা মাদক ও অস্ত্র  উদ্ধারে এসব কুকুর খুবই পারদর্শী। অচিরেই এসব কুকুর সীমান্তবর্তী অঞ্চলে মাদক ও অস্ত্র চোরাচালান প্রতিরোধে নিয়োজিত করা হবে।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here