বেনাপোলে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের ট্রাক থেকে টাকা ছিনতাইয়ের সময় সন্ত্রাসীদের গুলিতে চালক খুন। এ ঘটনায় বেনাপোল বাজারে উত্তেজনা বিরাজ করছে।

সুন্দরবন কুরিয়ার সার্ভিসের বেনাপোলের ম্যানেজার আবিদ হোসেন জানান, আমাদের পার্সেল সেকশনে প্রতিদিন ৮/১০ লাখ টাকা ঢাকা থেকে ট্রাক যোগে বেনাপোলে আসে। বৃহস্পতিবার দুপুর বেলা ঢাকা থেকে ছেড়ে আসা ঢাকা মেট্রো উ ১৪-০৫০২ নং ট্রাক বেনাপোল প্রাইভেটকার ষ্টান্ডের সামনে এসে পৌছাই। এসময় মোটরসাইকেল যোগে আসা অস্ত্রধারী ২জন সন্ত্রাসী তাদের ট্রাকের সামনে এসে গাড়িতে থাকা টাকাগুলি দিতে বলে। টাকা দিতে রাজি না হলে ট্রাক চালক ও সন্ত্রাসীদের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়। এক পর্যায় ট্রাকের হেলপার টাকা নিয়ে দ্রুত সুন্দরবন কুরিয়ার সার্ভিস অফিসে চলে আসে। এসময় পিছন থেকে সন্ত্রাসীরা ড্রাইভার ফারুক হোসেন (৩২) কে গুলি করে। গুলিবিন্ধ অবস্থায় আহত ট্রাক চালক ফারুককে স্থানীয় জনগন দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার সময় বেনাপোল দিঘির পাড় রজনী ক্লিনিকের সামনে পৌছালে সে মারা যায়। এ ঘটনায় বেনাপোল বাজারে উত্তেজনা বিরাজ করছে।

নিহত ফারুক যশোরের ঝিকরগাছা উপজেলার পায়রাডাঙ্গা গ্রামের মৃত. নাজিম উদ্দিনের পুত্র।

ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/ইয়ানুর রহমান/শার্শা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here