ইয়ানূর রহমান, যশোর প্রতিনিধি ::

বেনাপোলে বিজিবির অভিযানে বিপুল পরিমাণে ইয়াবার চেয়েও ভয়ঙ্কর নেশাজাত উপকরণ “ভারতীয়” ট্যাপেন্টাডোল ট্যাবলেট জব্দ হয়েছে। শুক্রবার সকালে বেনাপোলের আমড়াখালী চেকপোস্টে এ ট্যাপেন্টাডোল ট্যাবলেট জব্দ করেন ৪৯ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা।

একইদিনে বেনাপোল বিওপি, আমড়াখালী চেকপোস্ট এবং আইসিপি ক্যাম্পের সদস্যরা ট্যাপেন্টাডোল ট্যাবলেটসহ সর্বমোট ১৯ লক্ষ ৭৭ হাজার ৮৪০ টাকা মূল্যের ভারতীয় শাড়ী, চাদর, তৈরী পোশাক, বিটেক্স কলম, চকলেট, বিভিন্ন প্রকার ঔষধ এবং কসমেটিক্স সামগ্রী জব্দ করেছেন। যার সত্যতা নিশ্চিত করেছেন যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর অধিনায়ক, লে. কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী’।

জানা যায়, দেশে ইয়াবার বিকল্প হিসেবে জনপ্রিয়তা পাচ্ছে ট্যাপেন্টাডোল ট্যাবলেট। মূলত: এ জাতীয় ট্যাবলেটকে পেইন কিলার হিসেবে নির্দেশনা দিয়ে থাকেন চিকিৎসকরা। এটি ব্যাথা নিরাময়ে খুবই কার্যকরি ঔষধ। তবে, এটিতে উচ্চ মাত্রার নেশাজাত উপকরণ মিশ্রিত থাকায় এবং মূল্য কম হওয়ায় মাদকসেবীরা
ইয়াবা ট্যাবলেটের বিকল্প হিসেবে সেবন করছে এই ট্যাপেন্টাডোল ট্যাবলেট। বাংলাদেশে এটি নিষিদ্ধ হওয়ায় দীর্ঘদিন যাবত চোরাকারবারিরা প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে ভারত থেকে নিয়ে আসছে এই নিষিদ্ধ ট্যাপেন্টাডোল ট্যাবলেট। ইতিমধ্যে এই নেশাজাত ট্যাবলেটের ক্ষতিকর দিক নিয়ে দেশে হৈ-চৈ পড়েগেছে।

যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর অধিনায়ক, লে. কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী’ ট্যাপেন্টাডোল ট্যাবলেটসহ জব্দের তালিকার সত্যতা নিশ্চিত করে জানান, দীর্ঘদিন যাবত চোরাচালানীদের মালামালসহ পাচার চক্র আটকের ক্ষেত্রে সীমান্তে বিজিবির গোয়েন্দা ও টহল তৎপরতা জোরদার করা হয়েছে। প্রতিনিয়ত এভাবে ভারতীয় দ্রব্য সামগ্রী চোরাচালানের কারণে দেশীয় শিল্প মারাত্বকভাবে ক্ষতিগ্রস্থ হবার পাশাপাশি দেশ উল্লেখযোগ্য রাজস্ব আয় হতে বঞ্চিত হচ্ছে।

অপরদিকে ভারত থেকে মাদক প্রবেশে দেশের তরুন ও যুব সমাজ নির্মম ছোবলে আক্রান্ত হচ্ছে। যা প্রতিরোধে বিজিবির কর্মকান্ডে’ ধারাবাহিকভাবে অবৈধ মাদক ও পণ্য সামগ্রী জব্দসহ পাঁচারকারি চক্র আটকের তালিকা ভারি হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here