বেনাপোল রেললাইন বিজিবি চেক পেস্টের বিপরিতে ভারতের পেট্রাপোল সীমান্তে বুদবার রাত সাড়ে ৯ টায় বাংলাদেশি চোরাকারবারীদের উপর বিএসএফ ককলেট বোমা নিক্ষেপ করলে এক চোরাকারবারী গুরুতর আহত হয়েছে।
এলাকাবাসী জানায়, বেনাপোলের রেল লাইন বিজিবি চেক পোষ্টের পাশ দিয়ে ২০/২৫ জনের একদল চোরাকারবারী বুধবার রাত সাড়ে ৯টার দিকে ভারতীয় পন্য আনার জন্য ভারতের অভ্যন্তরে যাচ্ছিল। এ সময় পেট্রাপোল বিএসএফ ক্যাম্পের টহলরত জাওয়ানরা তাদের বাধা দেয়। বিএসএফ’র বাধা উপেক্ষা করে চোরাকারবারীরা ভারতে যাওয়ার চেষ্টা করলে বিএসএফ তাদেরকে ধাওয়া করে। এ সময় চোরাকারবারীরা আবারও যাওয়ার চেষ্টা করলে তাদের উপর বিএসএফ ককলেট বোমা নিক্ষেপ করে। এতে সামিউল নামে এক চোরাকারবারী গরুতর আহত হয়। এ সময় বিএসএফ সদস্যরা আহত সামিউলকে বেধড়ক পিটিয়ে আরো জখম করে ফেলে রেখে যায়। পরে সামিউলের সঙ্গীরা তাকে উদ্ধার করে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।
এ ব্যাপারে বেনাপোল চেকপোষ্ট বিজিবি ক্যাম্পের ইনচার্য নায়েব সুবেদার জয়নাল আবেদিন গটনার সত্যতা স্বীকার করে জানান, একটি চোরাকারবারী দল রেললাইন পোষ্টের পাশ দিয়ে বারতে যাওয়ার চেস্টা করলে বিএসএফ সদস্যরা তাদের উপর ককলেট বোমা নিক্ষেপ করে। এ ঘটনায় সামিউর নামে এক চোরাকারবারী আহত হয়েছে।
ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/ইয়ানুর রহমান/শার্শা
ইয়ানুর রহমান