ইয়ানূর রহমান, বেনাপোল (যশোর) প্রতিনিধি ::
সোমবার (০৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯ টার সময় হঠাৎ করেই এই সংঘর্ষ শুরু হয়। প্রায় দুই ঘণ্টা সময় ধরে চলার পর পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে।
শ্রমিকরা জানান, কয়েকজন ব্যক্তি শ্রমিকের পোশাক পরে সকালে এসে পূর্বের শ্রমিক ইউনিয়নের হিসাব নিকাশ চান। এসময় তারা কথা কাটাকাটির এক পর্যায়ে উত্তেজিত হলে এমন ঘটনার সূত্রপাত সৃষ্টি হয়।
অতিরিক্ত পুলিশ সুপার বেলাল হোসাইন (অপরাধ) জানান, বন্দরে যেসব শ্রমিকরা কাজ করে, তাদের নিজেদের দুই গ্রুপের মধ্যে কথা কাটাকাটির জের ধরে সংঘর্ষের ঘটনাটি ঘটে। তবে, পরিস্থিতি এখন পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। কি কারণে সংঘর্ষের ঘটনাটি ঘটেছে তা খতিয়ে দেখা হচ্ছে। আর এ ঘটনায় কোন অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান।
এ ঘটনার পর বেনাপোল স্থলবন্দরে পণ্য ওঠানামা ৩ ঘন্টা বন্ধও ছিল।