বেনাপোলে পিস্তলসহ র‌্যাব সদস্যরা এক যুবককে আটক করেছে।

বুধবার গভির রাতে বেনাপোল গাজীপুর এলাকা থেকে র‌্যাব-৬এর সদস্যরা মেহেদী হাসান রাজু নামে এক যুবককে পিস্তলসহ আটক করেছে। বেনাপোল বন্দর থানা পুলিশ জানায়, র‌্যাব-৬ এর যশোর ক্যাম্পের সদস্যরা বেনাপোল গোলদার বাড়ী জামে মসজিদের সামনে থেকে মেহেদী হাসান রাজু নামে এক যুবককে করে। এসময় তার দেহ তল্লাশী করে একটি দেশীয় তৈরী পিস্তল উদ্ধার করে । সে বেনাপোল গাজীপুর গ্রামের ইলিয়াছ খাঁর পুত্র।

এ ব্যাপারে বেনাপোল বন্দর থানায় অস্ত্র আইনে একটি মামলা হযেছে।

ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/ইয়ানুর রহমান/মার্শা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here