বেনাপোলের পুটখালীর সীমান্ত সংলগ্ন গরুর হাট দখলকে কেন্দ্র করে সোমবার দুপুরে দু গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনায় উভয় গ্রুপের ৮ জন আহত হয়েছে। ১টি বোমা সহ একজন আটক হয়েছে।
হাট এজারাদার সদস্য রবি সর্দার জানান, আমরা দলমত নির্বিশেষে দীর্ঘদিন ধরে সীমান্ত সংলগ্ন গরুর হাট পরিচালনা করে আসছি। হঠাৎ সোমবার দুপুর ১২ টার দিকে সিরাজ বাহীনির প্রধান সিরাজের নের্তৃত্বে ২০/৩০ জনের একটি দল লাঠিসোঠা ও ধারালো অস্ত্র নিয়ে গরুর হাটে হামলা চালায়। এসময় দেশের বিভিন্ন জায়গা থেকে গরু কিনতে আসা ব্যাপারীরা ভয়ে পালিয়ে গেলে সেখানে থাকা আমাদের ৬ জন সদস্যকে লাঠিদিয়ে পিটিয়ে ও ধারালো অস্ত্রদিয়ে কুপিয়ে চরমভাবে আহত করেছে। এর মধ্যে ২ জনের অবস্থা আশংখা জনক। আহতদের বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
বেনাপোল বন্দর থানার ওসি হাসান হাফিজুর রহমান জানান, গরুর হাট দখল নেয়ার জন্য সিরাজ সহ বেশ কয়েক জন লোক লাঠিসোটা নিয়ে পুটখালী গরুর হাটে হামলা চালালে হাট পরিচালনা কমিটির লোকজনের সাথে সংঘর্ষ বেধে যায়। খবর পেয়ে তিনি নিজে ফোর্স নিয়ে পুটখালী গরুর হাটে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়। এ সময় ১ টি হাতবোমা সহ শরিফুল ইসলাম নামে একজনকে আটক করা হয়েছে।
এ ঘটনায় দু গ্রুপের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। যেকোন সময় আবার ও রক্তক্ষয়ি সংঘর্ষ ঘটতে পারে বলে সাধারন গ্রামবাসীর মাঝে আতংক বিরাজ করছে।
ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/ইয়ানুর রহমান/শার্শা