মোঃ ওসমান গনি, বেনাপোল প্রতিনিধি ::

বেনাপোল থেকে ছেড়ে যাওয়া ‘মোংলা কমিউটার’ ট্রেনে কাটা পড়ে আজিজ কালা (৫৫) নামে একজন নিহত হয়েছে। রবিবার সকাল সাড়ে ৯ টার দিকে বেনাপোলের কাগজপুকুরবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আজিজ বেনাপোল পোর্ট থানার কাগজপুকুর গ্রামের মৃত আসমত শেখের ছেলে।

স্থানীয়রা জানান, আজিজ কালা কানে কম শুনতে পায়। তিনি কাগজপুকুর বাজার থেকে বাড়ি ফেরার পথে বেনাপোল থেকে ছেড়ে আসা ‘মোংলা কমিউটার’ ট্রেনটি ওই এলাকায় পৌঁছালে ট্রেন লাইনের উপর কাউকে দেখতে পেয়ে হুইসেল বাজায়। কিন্তু আজিজ কালা ট্রেনের হুইসেল শুনতে না পেয়ে ট্রেন লাইন পার হওয়ার সময় এক পর্যায়ে ট্রেনের নিচে পড়ে যায় এবং ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

বেনাপোল রেলওয়ে স্টেশন মাস্টার সাইদুজ্জামান জানান, ট্রেনের নিচে চাপা পড়ে আজিজ কালা নামে একজন নিহত হয়েছে। রেলওয়ের জিআরপি পুলিশ আজিজ কালার মরদেহ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের
মর্গে পাঠিয়েছে বলে তিনি জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here