বেনাপোলের সুন্দরবন কুরিয়ার সার্ভিসের কাভার্ডভ্যান চালক ফারুক হোসেন হত্যা মামলার ক্লু উদ্ধার হলেও হত্যাকান্ডের মুল গডফাদার সবুর এখনো আটক হয়নি। পৃথকভাবে অভিযান চালিয়ে গত ২৪ ঘন্টায় পুলিশ ৩ জন ছিনতাইকারীকে আটক করেছে।

বেনাপোল বন্দর থানা পুলিশ সুত্রে জানা যায়, সুন্দরবন কুরিয়ার সার্ভিসের কাভার্ডভ্যান চালক ফারুক হোসেন হত্যাকান্ডে জড়িতদের মধ্যে ইতিমধ্যে ৩ জনকে আটক করা হয়েছে। মুল নায়ক সবুরকে ধরতে বিভিন্ন স্থানে অভিযান অব্যাহত রয়েছে।

বৃহস্পতিবার দুপুরে বেনাপোল বন্দর থানার অনতিদুরে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের কাভার্ডভ্যান চালক ফারুক হোসেন ছিনতাই কারীদের ছোড়া গুলিতে নিহত হয়। প্রত্যক্ষদর্শীদের তথ্য মতে পুলিশ ও যশোর র‌্যব-৬-এর সদস্যরা কুখ্যাত সন্ত্রাসী বিএনপি কর্মী শফি ও আলিমকে আটক করে। পুলিশের জিজ্ঞাসাবাদে কুখ্যাত সন্ত্রাসী বিএনপি কর্মী শফি ও আলিম জানান, তারা মাত্র ২ লক্ষ টাকার বিনিময়ে এ ছিনতাইয়ের ঘটনায় জড়িয়ে পড়ে। এ  মিশনে তারা ছাড়াও আরো ৪ জন ছিল। এ ছিনতায়ের মুল পরিকল্পনাকারী ছিল দক্ষিন শার্শার সন্ত্রাসীদের গডফাদার সবুর। গতকাল ভোর রাতে পুলিশ অভিযান চালিয়ে শার্শার মহিষাডাঙ্গা গ্রামের শাহাজানকে আটক করতে পারলেও মুল পরিকল্পনাকারী গডফাদার সবুর ধরাছোয়ার বাইরে রয়েছে।

পুলিশ আরো জানায়, আটককৃতরা জানিয়েছে বেনাপোলের পেট্রোল পাম্প হতে সমপ্রতি সুন্দরবন কুরিয়ার সার্ভিসের সাড়ে ৪ লক্ষ টাকা ছিনতাই করেছিল।

উল্লেখ্য,  বৃহস্পতিবার দুপুরে বেনাপোলে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের কাভার্ডভ্যান চালক ফারুক হোসেন ছিনতাই কারীদের ছোড়া গুলিতে নিহত হয়।

ইউনাইটেডন নিউজ ২৪ ডট কম/ ইয়ানুর রহমান/শার্শা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here