ইয়ানূর রহমান,যশোর প্রতিনিধি :: 

বেনাপোলের জোসনা চক্রবর্তী নিখোঁজের ৯ দিন অতিবাহিত হলেও অদ্যবধি খোঁজ না মেলায় সংবাদ সম্মেলন করেছেন তার পরিবারের সদস্যরা। বেনাপোল বন্দর প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি জানান জোসনা চক্রবর্তীর স্বামী মান্দার চক্রবর্তী ও তার ৩ সন্তান।নিখোঁজ জোসনা চক্রবর্তী বেনাপোল পোর্ট থানার ছোটআঁচড়া গ্রামের শিব মন্দিরের পূজারী মান্দার চক্রবর্তীর স্ত্রী।

সংবাদ সম্মেলনে নিখোঁজ জোসনার স্বামী মান্দার চক্রবর্তী বলেন, তিনি ছোটআঁচড়া শিব মন্দিরের পূজারি হিসেবে দায়িত্ব পালন করায় মন্দিরের পাশে সন্তান-পরিজন নিয়ে বসবাস করেন। গত ২৮ডিসেম্বর সকাল অনুমান ১০ টার দিকে তিনি তার ছোট মেয়ের জন্মনিবন্ধন সনদের জন্য স্কুলে গিয়েছিলেন আর তার সন্তানরা গিয়েছিল কর্মস্থলে। বেলা ১১ টার সময় তার মেয়ে চন্দ্রা চক্রবর্তী স্কুল থেকে বাড়িতে এসে তার মাকে না পেয়ে আমার ছেলে অমৃত চক্রবর্তীকে জানায়। পরে আমাকে মোবাইল ফোনে বিষয়টি অবহিত করলে আমি বাড়িতে এসে স্ত্রীকে না পেয়ে প্রতিবেশিসহ আত্মীয়-স্বজনের বাড়িতে সন্ধান করি। কোথাও না পেয়ে
বেনাপোল পোর্ট থানায় একটি সাধারণ ডাইরি করি।

নিখোঁজ জোসনার ছেলে তাপস চক্রবর্তী বলেন, আমি খুলনা সদরে ঔষধ কোম্পানিতে চাকরি করি। আমার বাবা-মা, ভাই ও বোন বাড়িতে থাকে। এদিন আমার ভাই দোকানে এবং বাবা ও বোন জন্ম নিবন্ধণ করার জন্য স্কুলে চলে যায়। আমার মা একা একা বাড়িতে থাকে। আমার বোন বাড়িতে এসে মাকে না পেয়ে আমাদেরকে জানালে অনেক খোঁজা-খুঁজি করেও মাকে পাইনি। পরে আমার বাড়ির উত্তর পাশে অবস্থিত শিব মন্দিরের সিসি ক্যামেরার ভিডিও ফুটেজ দেখে জানতে পারি প্রতিবেশি মৃত
কেস্ট বিশ্বাসের ছেলে কার্ত্তিক বিশ্বাস (৩০), বিমল বিশ্বাসের স্ত্রীরত্না বিশ্বাস (৪৫) ও বিধান মিত্ত ওরফে সুশান্ত বিশ্বাসের স্ত্রী বৃষ্টি
বিশ্বাস (২৫) বেলা ১০ টা ৩৫ মিনিটের সময় আমাদের ঘরে প্রবেশ করে এবং আমার মাকে ফুসলিয়ে বাড়ির বাইরে নিয়ে যায়। তারপর থেকে আমার মায়ের আর কোন খোঁজ মেলেনি। একইসাথে সেদিন থেকেই কার্ত্তিক বিশ্বাসকে এলাকায় দেখা যায়নি।

বিভিন্ন মাধ্যমে সন্ধান করেও কার্ত্তিকের কোন সন্ধান পাওয়া যায়নি এবং কার্ত্তিকের পরিবারের লোকজনের নিকট জিজ্ঞাসাবাদে তার কোন সদুত্তর দিতে পারেনি। যেকারণে তাদেরকে আসামী করে বেনাপোল পোর্ট থানায় আরেকটি অভিযোগ দায়ের করি। সেখানে নিখোঁজের ৯ দিন অতিবাহিত হলেও অদ্যবধি তার মায়ের খোঁজ না মেলায় পুলিশ-প্রশাসনের উর্ধ্বতন মহলের দৃষ্টি আকর্ষণ ও মাকে খুঁজে পাওয়ার আকূল মিনতি জানিয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন তারা।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here