বেনাপোল সীমান্তে পরিত্যক্ত অবস্থায় ২২০ কেজি গাঁজা উদ্ধারইয়ানূর রহমান, শার্শা প্রতিনিধি :: বেনাপোল পোর্ট থানার রঘুনাথপুর সীমান্তে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ২২০ কেজি গাঁজা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা।

শুক্রবার ভোরে রঘুনাথপুর সীমান্তের  ২নং ঘিবার একটি মাঠের মধ্যে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় বস্তা ভর্তি এ গাঁজা উদ্ধার করা হয়। এ সময় কোন পাচারকারীকে আটক করতে পারেনি বিজিবি।

রঘুনাথপুর বিজিবি ক্যাম্প কমান্ডার হাবিলদার মামুন জানান, গোপন সূত্রে জানতে পারি ভারতের বনগাঁ সুটিয়া সীমান্ত  হয়ে বিপুল পরিমান গাঁজা নিয়ে  রঘুনাথপুর সীমান্তের ঘিবা মাঠের মধ্যে দিয়ে বেনাপোল বাজারের দিকে যাবে।

এ ধরনের সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্যরা সেখানে অভিযান চালায়। এ সময় চোরাচালানীরা গাঁজার বস্তা ফেলে পালিয়ে যায় । পরে বস্তা গুলো ক্যাম্পে নিয়ে তার মধ্য থেকে ২২০ কেজি গাঁজা পাওয়া যায়।

৪৯ বিজিবির অধিনায়ক লে: কর্নেল আরিফুল হক পরিত্যক্ত অবস্থায় ২২০ গাঁজা উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন ৷#

 

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here