ভারত থেকে চোরাই পথে পাচার হয়ে আসার সময় বেনাপোলের দৌলতপুর সীমান্ত থেকে ২০টি এয়ারগান আটক করেছে বিজিবি সদস্যরা।
২২ বিজিবি ব্যাটালিয়নের পুটখালী কোম্পানি কমান্ডার আফজাল হোসেন জানান, ভারত থেকে বিপুল পরিমান অস্ত্র চোরাই পথে বাংলাদেশে পাচার হয়ে আসছে এমন খবরের ভিত্তিতে দৌলতপুর সীমান্তে অভিযান চালিয়ে ২০টি এয়ারগান আটক করা হয়। আটক এয়ারগানের মুল্য ৭ লাখ টাকা বলে জানায় বিজিবি। বিজিবি সদস্যরা এ ব্যাপারে কাউকে আটক করতে পারেনি। আটককৃত এয়ারগান গুলি বন্দর থানায় জমা দেয়া হয়েছে।
ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/ইয়ানুর রহমান/শার্শা