ডেস্ক রিপোর্ট:: ঢাকা-১৭ আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী প্রফেসর মোহাম্মদ আলী আরাফাত (মোহাম্মদ এ আরাফাত) আগামীকাল বৃহস্পতিবার দুপুরে মনোনয়ন ফরম জমা দিবেন।
বুধবার (১৪ জুন) এক প্রেস বিজ্ঞপ্তিতে তা জানানো হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামীকাল ১৫ জুন (বৃহস্পতিবার) দুপুর সাড়ে ১২টায় আগারগাঁও নির্বাচন কমিশনারের কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল করবেন ঢাকা-১৭ আসনের উপ-নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী প্রফেসর মোহাম্মদ এ. আরাফাত।
এর আগে শুক্রবার (৯ জুন) রাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবনে আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভায় নৌকার মাঝি হিসেবে মোহাম্মদ আলী আরাফাতকে চূড়ান্ত করা হয়। মনোনয়ন বোর্ডের সভা শেষে এক বিফ্রিংয়ে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তা জানান।