ডেস্ক রিপোর্ট::  আগের দুই দফায় বৃষ্টিতে সময় ক্ষেপণ হওয়ায় ৫০ ওভার থেকে কমিয়ে আনা হয় বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচের গণ্ডি। ফলে ৪৩ ওভারে বাংলাদেশ ১৬৯ রান করলেও, বৃষ্টি আইনে আফগানদের লক্ষ্য দাঁড়ায় ১৬৪ রান। তবে তৃতীয় দফা বৃষ্টি যেন বাংলাদেশের জন্য মড়ার ওপর খাড়ার ঘা! কেননা বৃষ্টিতে ম্যাচ আর মাঠে না গড়ালে আফগানিস্তান ১৬ রানে জিতে যাবে।

জানা গেছে, রাত ১০.৩৫ মিনিটে খেলা পুনরায় শুরু হলে ২৯ ওভারে রশিদ খানদের লক্ষ্য হবে ১১১ রান। অর্থাৎ ৭.২ ওভারে তাদের আর মাত্র ২৮ রান দরকার। বৃষ্টিতে খেলা বন্ধ হওয়ার আগে আফগানিস্তান ২১.৪ ওভারে ২ উইকেটে ৮৩ রান করেছিল।

ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে (ডিএলএস) ম্যাচ জিততে ২ উইকেটে ৬৭ রান প্রয়োজন ছিল হাশমতউল্লাহ শহীদির দলের। কিন্তু বৃষ্টির কারণে মাঠ ছাড়ার আগেই তারা প্রয়োজনের চেয়ে আরও ১৬ রান বেশি করেছে।

তবে খেলা মাঠে গড়ালে ২৯ ওভার বিবেচনায় বাংলাদেশের চারজন বোলার সর্বোচ্চ ৬ ওভার এবং একজন বোলার করতে পারবেন পাঁচ ওভার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here