ডেস্ক রিপোর্ট:: অতি বৃষ্টির জন্য কর্মীদের দুর্ভোগ ও সমর্থকদের বিড়ম্বনার কথা বিবেচনা করে আগামীকালের (শনিবার) জনসভা স্থগিত করেছে আওয়ামী লীগ।
শুক্রবার (৬ অক্টোবর) সন্ধ্যায় ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক উইয়িলিয়াম প্রলয় সমাদ্দার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আগামীকাল শনিবার কাওলা সিভিল এভিয়েশন মাঠের বিশাল জনসমাবেশ স্থগিত করা হয়েছে। স্থগিত সমাবেশ আগামী শনিবার (১৪ অক্টোবর) দুপুর ২টায় একইস্থানে অনুষ্ঠিত হবে।
তিনি আরও জানান, উদ্বোধনের সুধী সমাবেশ— যা এয়াপোরর্টের ভিতরে অনুষ্ঠানমালার মধ্য দিয়ে অনুষ্ঠিত হবে। শুধু বাইরে কাওলার মাঠে যে জনসমাবেশ হওয়ার কথা ছিল, সেটি স্থগিত করা হয়েছে।