ইন্টারন্যাশনাল নিউজ ডেস্ক :: লন্ডনের হ্যাম্পস্টেড অ্যান্ড কিলবার্ন আসনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর চেয়ে এগিয়ে আছেন জাতির জনক বঙ্গবন্ধুর নাতনি ও শেখ রেহানার মেযে টিউলিপ সিদ্দিক।

২০১৫ সালের মে মাসে অনুষ্ঠেয় বৃটিশ পার্লামেন্টের নির্বাচন সামনে রেখে পরিচালিত এক জরিপে  এ তথ্য উঠে আসে।

ভোটারদের মধ্যে জরিপটি পরিচালনা করে কনজারভেটিভ দলীয় লর্ড আসক্রফ্ট।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগনি টিউলিপ বৃটিশ পার্লামেন্ট নির্বাচনে লেবার দলের মনোয়নয়ন পেয়েছেন। হ্যাম্পস্টেড অ্যান্ড কিলবার্ন আসনে লেবার পার্টির অভ্যন্তরীণ ভোটাভুটিতে দুজনকে হারিয়ে প্রার্থিতা নিশ্চিত করেন টিউলিপ।

হ্যামস্টেড ও কিলবার্ন আসনটি  এখন যদিও ক্ষমতাসীন কনজারভেটিভ দলের, তবে আশাবাদী টিউলিপ৷ আসনটি লেবার পার্টির হাতে তুলে দিতে শেষ পর্যন্ত কঠোর শ্রম করতে রাজি তিনি।

নির্বাচনে তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ আসনগুলোতে লর্ড আসক্রফ্ট জরিপ চালায়। এর মধ্যে টিউলিপের আসন গ্রেটার লন্ডনের হ্যামস্টেড ও কিলবার্নও রয়েছে।

গত বুধবার আসক্রফ্টের এই প্রতিবেদন প্রকাশিত হয়৷ এতে বলা হয়, মোট এক  হাজার ভোটারের ওপর পরিচালিত এই জরিপে টিউলিপ ৪৮ ভাগ ভোটারের সমর্থন পেয়েছেন।

আর তার প্রতিদ্বন্দ্বী  ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির প্রার্থী টোরি সায়মন মার্কাস পেয়েছেন ৩২টি ভোট৷

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here