দুর্ধষ জলদস্যু সরদার মুসা ও তার সহযোগী ইয়াসিনকে গ্রেফতার করেছে নারায়ণগঞ্জের পাগলা কোস্টগার্ড। বুধবার গভীর রাতে বুড়িগঙ্গা নদীতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ৩টি বোমা, চারটি ড্যাগার (ধারালো অস্ত্র) ও ট্রলার বোঝাই ১০০ কেজি তামা। বৃহস্পতিবার দুপুরে পাগলা কোস্টগার্ড এক প্রেস বিজ্ঞপ্তিতে তাদের এ অভিযানের কথা জানায়।

পাগলা কোস্ট গার্ড স্টেশনের কমান্ডার লে. ফেরদৌস আহমেদ নীরু স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ডাকাত সর্দার মুসা নারায়ণগঞ্জের সদর উপজেলার ফতুল্লা থানাধীন পাগলার শীর্ষ হিরোইন ব্যবসায়ী ও ডাকাতদের মদদদাতা রফিক বাহিনীর সেকেন্ড ইন কমান্ড। সে ইতিপূর্বে হিরোইনসহ গ্রেফতার হয়ে ৯ বছর জেল খেটেছে। মুসা বাহিনী দীর্ঘদিন ধরে বুড়িগঙ্গা নদীর মেরি অ্যান্ডারসন, শ্যামপুর এবং পোসত্মগোলা এলাকায় বালুবাহী বাল্কহেড, সবজি ও ভাঙ্গারীবাহী ট্রলারসহ অন্যান্য জলযানে ডাকাতি করে আসছে। বুধভার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে বুড়িগঙ্গা নদীর কেরানীগঞ্জ থানার হাসনাবাদ এলাকা থেকে মুসা ও তার সহযোগীকে আটক করা হয়। তাদের জিজ্ঞাসাবাদ চলছে।

ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/মাকসুদুর রহমান কামাল/নারায়ণগঞ্জ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here