আ হ ম ফয়সল, ঢাকা

আগামীকাল বুধবার ১ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে বাংলা একাডেমী আয়োজিত অমর একুশে গ্রন্থমেলা ২০১২। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিকাল ৩টায় বাংলা একাডেমী চত্ত্বরে গ্রন’মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।

এ উপলক্ষে আজ মঙ্গলবার (৩১ জানুয়ারী) একাডেমীর সেমিনার কক্ষে এক সাংবাদিক সম্মেলনে একাডেমীর মহাপরিচালক শামসুজ্জামান খান এ তথ্য জানান।

সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখেন গ্রন’মেলার সহযোগী প্রতিষ্ঠান প্রাইম ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এম রিয়াজুল করিম, ব্যবস্থাপনা সহযোগী আপন কমিউনিকেশনস্‌ের নির্বাহী রুহুল আমিন ভূঁইয়া আরিফ, অমর একুশে গ্রন’মেলা ২০১২-এর সদস্য-সচিব ও বাংলা একাডেমী পরিচালক শাহিদা খাতুন, সমন্বয় ও জনসংযোগ উপবিভাগের উপপরিচালক মুর্শিদুদ্দিন আহম্মদ। অনুষ্ঠানে বাংলা একাডেমীর সচিব মোঃ আলতাফ হোসেন উপস্থিত ছিলেন।

সাংবাদিক সম্মেলনে জানানো হয়, এবারের গ্রন’মেলায় ৪২৫টি প্রতিষ্ঠানকে ৬৩০টি ইউনিট বরাদ্দ দেয়া হয়েছে।  গ্রন’মেলা প্রঙ্গণকে ভাষা শহীদ, বরেণ্য লেখক, সাহিত্যিক, করি ও বুদ্ধিজীবীদের নামে ৯টি চত্তরে বিন্যাস করা হয়েছে। গ্রন’মেলা ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত ছুটিরদিন ব্যতীত প্রতিদিন বিকাল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত খোলা থাকবে। ছুটির দিন বেলা ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত এবং ২১ ফেব্রুয়ারি সকাল ৮টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here