সালমান খান বিয়ে এবং বিয়ের পরিকল্পনা সংক্রান্ত যে কোন প্রশ্নই এড়িয়ে চলছেন। তবে তার বাবা সেলিম খান অবশ্য বেশ আত্মবিশ্বাসের সঙ্গেই জানিয়েছেন, শিগগিরই মনের মানুষের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসছেন সালমান। এ প্রসঙ্গে সেলিম খান বলেছেন, আসলে জুটি কিন্তু জান্নাতেই তৈরি হয়। সালমানের জুটিও তৈরি আছে। আমি নিশ্চিত, খুব শিগগিরই মনের মানুষের খোঁজ পেয়ে যাবে সে। এরপরই সে জীবনে থিতু হবে।

উল্লেখ্য, ‘বিগহার্ট লাভারবয়’ সালমান বেশ কয়েকবারই সম্পর্কে জড়িয়েছেন। কিন্তু দীর্ঘস্থায়ী হয়নি কোনটাই। সর্বশেষ তিনি জানিয়েছিলেন, বিয়ে করার মতো কোন নারী তিনি খুঁজে পাননি।

ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/বিনোদন নিউজ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here