ঢাকা: ১৮ দলীয় জোটের টানা ৬০ ঘণ্টার হরতালের প্রথম দিন সোমবার রাজধানীর বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ, ঝটিকা মিছিল, রাস্তায় আগুন জ্বালিয়ে অবরোধ, ধাওয়া পাল্টা ধাওয়ার মধ্য দিয়ে চলছে।

সকাল ৬টায় রাজধানীর বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল বের করে হরতাল সমর্থরা। রাজধানীর তেজগাঁও, মগবাজার, যাত্রাবাড়ির মাতুয়াইল, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা, আজিমপুরসহ বেশ কিছু স্থানে ঝটিকা মিছিল বের করে হরতাল সমর্থকরা। এছাড়া যুবদল-ছাত্রদলের নেতৃত্বে মিরপুর বাংলাকলেজ, আনসার ক্যাম্প এলাকা, গাবতলিসহ কয়েকটি স্থানে ঝটিকা মিছিল বের করা হয়। এ সময় মিছিল থেকে বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

সকাল ৬টায় রাজধানীর ধোলাইরপাড়া এলাকায় একটি মিছিল বের করে হরতাল সমর্থকরা। পরে পুলিশ তাদের ধাওয়া করলে কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটায় হরতাল সমর্থকরা। এ সময় সেখান থেকে ৩ জনকে আটক করে পুলিশ।

সকাল ৭টায় মুগদা এলাকায়  কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটে। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এসময় সেখানে কয়েকটি গাড়ি ভাঙচুর করে যুবদল ছাত্রদল। পরে পুলিশ তাদের ধাওয়া করলে তারা পালিয়ে যায়।

এছাড়া খিলগাঁও এলাকায়ও হরতালের সমর্থনে মিছিল বের করার চেষ্টা করে হরতাল সমর্থরা। এসময় সেখানে কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়।

সকাল ৮টায় মালিবাগ চৌধুরী পাড়ায় পর পর কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটে। এসময় ককটেলের আঘাতে ২ পথচারী আহত হয়েছে। ককটেল বিস্ফোরণের সঙ্গে জড়িত সন্দেহে পুলিশ ১ জনকে আটক করেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here