নূর আলম, নীলফামারী প্রতিনিধি ::

সংস্কৃতি বিষয়ক মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান নূর এমপি বলেছেন, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশের সুফল এখন ঘরে ঘরে উপভোগ করছেন দেশের মানুষ। হাতের মুঠোয় পাচ্ছেন পুরো বিশ কে।

তিনি রবিবার দুপুরে নীলফামারী সরকারী মহিলা কলেজের বার্ষিক ক্রীড়া, ধর্মীয় ও সাহিত্য ও সাংস্কৃতিক
প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।

তিনি বলেন, ফ্রিল্যান্সিং করে ঘরে বসে লাখ লাখ টাকা উপার্জন করছেন যুবরা। এটাই ডিজিটাল বাংলাদেশ,
এটাই শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ। নীলফামারী সরকারী মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. ওবায়দুল আনোয়ারের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে পুলিশ সুপার গোলাম সবুর, জেলা আওয়ামীলীগের সভাপতি ও নীলফামারী পৌরসভার মেয়র দেওয়ান কামাল আহমেদ এবং শিক্ষা প্রকৌশল অধিদপ্তর
নীলফামারীর নির্বাহী প্রকৌশলী হাজেরুল ইসলাম বক্তব্য দেন।

পরে ক্রীড়া, ধর্মীয় ও সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন সংসদ সদস্য আসাদুজ্জামান নূর। এরআগে ৮কোটি ৩৪লাখ টাকা ব্যয়ে ছয়তলা ভিত বিশিষ্ট একাডেমিক ভবনের নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করেন সংসদ সদস্য। শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের তত্বাবধানে এটি নির্মিত হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here