brac-Bannerইউনাইটেড নিউজ ডেস্ক :: বিশ্বসেরা ১০০ এনজিও’র মধ্যে স্থান করে নিয়েছে ব্র্যাক। কেয়ার ইন্টারন্যাশনাল, ডক্টরস উইদাউট বর্ডার্স, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এবং ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের মতো বিশ্বখ্যাত এনজিওগুলোকে পেছনে ফেলে প্রথম দশ-এর তালিকায় ঠাঁই পেয়েছে ব্র্যাক।

সুইজারল্যান্ডের সাময়িকী ‘দ্য গ্লোবাল জার্নাল’র বিচারে বিশ্বের এক শ’ সেরা এনজিও’র তালিকায় চতুর্থ স্থান পেয়েছে বাংলাদেশের ব্র্যাক।

সাময়িকীটির জানুয়ারি-ফেব্রুয়ারি সংখ্যায় বাছাই করা ১০০ এনজিও’র নাম প্রকাশ করা হয়েছে। এতে প্রথম স্থানটি নিয়েছে যুক্তরাষ্ট্রের উইকিপিডিয়া ফাউন্ডেশন।

ব্র্যাকের আগে দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্রের পার্টনারস ইন হেলথ এবং যুক্তরাজ্যের অক্সফাম। এই তালিকায় বাংলাদেশের এনজিও আশা ৩২তম স্থানে রয়েছে।

দ্য গ্লোবাল জার্নালের তালিকায় স্থান পাওয়ায় ব্র্যাকের নির্বাহী পরিচালক মাহবুব হোসেন বৃহস্পতিবার এক বিবৃতিতে বলেন, ‘বিশ্বজুড়ে প্রচলিত উন্নয়ন-উদ্যোগের বাইরের দরিদ্র জনগণের সম্ভাবনা বিকাশের জন্য ব্র্যাককর্মীরা যে কঠোর পরিশ্রম করে যাচ্ছেন, এটা তারই স্বীকৃতি।’

বাংলাদেশের মুক্তিযুদ্ধের পর ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর ত্রাণ ও পুনর্বাসনের মাধ্যমে ১৯৭২ সালে কাজ শুরু করে ব্র্যাক। ফজলে হাসান আবেদ প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানটি বর্তমানে এশিয়া, আফ্রিকা এবং ক্যারিবীয় অঞ্চলের ১২টি দেশে প্রায় ১৪ কোটি মানুষের জন্য কাজ করছে।

ফজলে হাসান আবেদ প্রতিষ্ঠিত বাংলাদেশ রুরাল অ্যাডভান্সমেন্ট কমিটি (ব্র্যাক) বর্তমানে জনবল ১ লাখ ২০ হাজার। ‘দ্য  গ্লোবাল জার্নাল’ বলেছে, মানবিক ত্রাণ ও পুনর্বাসন থেকে শুরু করে পরিবেশ রক্ষা, জনস্বাস্থ্য থেকে শিক্ষা কার্যক্রম, মাইক্রোফাইন্যান্স থেকে মেধাস্বত্ব ছাড়াও বহু ক্ষেত্রে বিশ্বের লক্ষ কোটি মানুষের জীবনমান উন্নয়নে এনজিওগুলো অগ্রণী ভূমিকা রাখছে।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here