প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিশ্ব সম্প্রদায় এখন বাংলাদেশকে জঙ্গিবাদের আখড়া নয়, উন্নয়নের মডেল হিসেবে বিবেচনা করে। তিনি পুলিশ সপ্তাহ ২০১২ উপলক্ষে বুধবার প্রধানমন্ত্রী কার্যালয়ে সিনিয়র পুলিশ কর্মকর্তাদের উদ্দেশ্যে বক্তব্যে
একথা বলেন। শেখ হাসিনা বলেন, বিরোধী দল শান্তিপূর্ণ কর্মসূচি পালন করলে সরকার তাতে বাধা দেবে না। তবে সন্ত্রাস, বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে কঠোর হাতে পুলিশ তা দমন করবে। বিশৃঙ্খলা কোনোভাবেই মেনে নেয়া হবে না।
তিনি আইনশৃঙ্খলা পরিস্থিতি অর্থনৈতিক প্রবৃদ্ধির অনুকূলে রাখায় এবং সন্ত্রাস ও জঙ্গিবাদবিরোধী তৎপরতার মাধ্যমে দেশের ভাবমূর্তি পুনরুদ্ধার করায় পুলিশ বাহিনীর সদস্যদের আন্তরিক ধন্যবাদ জানান। পুলিশ সদস্যদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, ‘আপনারা আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখায় অনেক বাধা-বিপত্তি সত্ত্বেও আমরা উন্নয়ন কর্মসূচি চালিয়ে যেতে সক্ষম হচ্ছি।’ তিনি বলেন, বিশ্ব সম্প্রদায় এখন বাংলাদেশকে জঙ্গি আখড়ার পরিবর্তে উন্নয়নের মডেল হিসেবে বিবেচনা করে।
তিনি আরো বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়নে আমরা আমাদের সব মেধা ও শক্তি বিনিয়োগ করেছি। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি চমৎকার থাকায় আমরা ৯৩ শতাংশ এডিপি (বার্ষিক উন্নয়ন কর্মসূচি) বাস্তবায়নে সফল হয়েছি। প্রধানমন্ত্রী বলেন, কোনো দুর্বল সরকারই এ পরিমাণ এডিবি বাস্তবায়ন করতে পারে না। এছাড়া তীব্র বিশ্বমন্দা সত্ত্বেও গত তিন বছরে যে হারে অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জিত হয়েছে, তাও কোনো দুর্বল সরকারের পক্ষে অর্জন সম্ভব নয়। দেশের অর্থনীতির চাকা সচল রাখার ক্ষেত্রে আইনশৃঙ্খলা পরিস্থিতিকে প্রধান শর্ত হিসেবে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, রাজনীতির নামে একটি কুচক্রী মহল আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে তৎপরতা চালাতে পারে। তাদের কঠোর হাতে দমন করতে হবে।
তিনি বলেন, বিরোধী দল অবশ্যই তাদের রাজনৈতিক কর্মসূচি শান্তিপূর্ণভাবে পালন করবে। কিন্তু শান্তি বিনষ্টের যেকোনো উদ্যোগ কঠোরভাবে প্রতিহত করতে হবে।
পুলিশ বাহিনীর বিভিন্ন দাবি দাওয়া প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, সরকার পুলিশের ‘ঝুঁকিভাতা’ বাড়ানোর বিষয়টি সক্রিয়ভাবে বিবেচনা করছে। তিনি পুলিশ স্টেশনের অফিসার ইনচার্জ ও সাব ইন্সপেক্টরদের মর্যাদা সমুন্নত রাখতে সিনিয়র পুলিশ কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান। কারণ এসব পদ প্রথম ও দ্বিতীয় শ্রেণীতে উন্নীত করা হয়েছে। প্রধানমন্ত্রী বলেন, উন্নত আইনশৃঙ্খলা পরিস্থিতি বিভিন্ন সামাজিক খাতে অগ্রগতি অর্জনে অবদান রাখছে। এই সাফল্য ধরে রাখতে তিনি আইনশৃঙ্খলা পরিস্থিতি অনুকূলে রাখার ওপর জোর দেন। শেখ হাসিনা বলেন, বর্তমান সরকার পল্লি অর্থনীতির ওপর সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। ডিজিটাল বাংলাদেশ গঠনে নেয়া বিভিন্ন পদক্ষেপ পল্লি এলাকার যুবকদের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করেছে।
তিনি বলেন, সরকার সর্বাধুনিক তথ্য-প্রযুক্তি, সরঞ্জাম ও ডাটাবেজ সমৃদ্ধ আধুনিক পুলিশ বাহিনী গঠনে একে ডিজিটালকরণের পরিকল্পনা করছে। প্রধানমন্ত্রী পুলিশের তদন্ত করার ক্ষমতার প্রশংসা করে বলেন, এই বাহিনী তারেক জিয়াসহ বিভিন্ন মানিলন্ডারিং মামলা তদন্তে দক্ষতার প্রমাণ রেখেছে। তিনি বলেন, রাঘব-বোয়ালদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া গেলে আর কেউ লুট করা অর্থ বিদেশে পাঠাবার সাহস দেখাবে না। সর্বোচ্চ আন্তরিকতা, পেশাদারিত্ব ও দক্ষতার সাথে দায়িত্ব পালনের জন্য পুলিশ কর্মকর্তাদের আহ্বান জানিয়ে শেখ হাসিনা বলেন, তার সরকার রাজনৈতিক স্বার্থে পুলিশকে ব্যবহার করতে চায় না। নির্বাচনে অনুষ্ঠানে পুলিশের ভূমিকার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘নির্বাচনে আমরা পরাজয়কে ভয় পাই না। আমারা কেবল জনগণের অবাধ ভোটাধিকার নিশ্চিত করতে চাই। আর আপনাদের দায়িত্ব হচ্ছে ভোটাদের জন্য অবাধ ও নিরপেক্ষ পরিবেশ নিশ্চিত করা।’
পুলিশের প্রতি গণতন্ত্র শক্তিশালীকরণে অব্যাহত সমর্থন প্রদানের আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আমার কাছে গণতন্ত্রই প্রথম কথা, জনগণ অবাধে ও যথাযথভাবে তাদের ভোট প্রদান করতে পারলে নির্বাচনে জয়-পরাজয় যে ফলই হোক না কেন, আমি তা মেনে নিতে প্রস্তুত।’
শেখ হাসিনা বলেন, তার সরকার দেশের অর্থনৈতিক অগ্রগতির সাথে তাল মিলিয়ে এবং সম্পদের প্রাপ্ততা অনুযায়ী পুলিশ বাহিনীর সুযোগ-সুবিধা বৃদ্ধিতে পর্যায়ক্রমে সকল ব্যবস্থা নেবে। তিনি বলেন, সরকার ভীষণ দুর্বল- এমন লেখালেখি হলেও বাস্তবতা ঠিক ভিন্ন। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকার পাশাপাশি জনজীবনেও রয়েছে স্বস্তি।পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) হাসান মাহমুদ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন। অন্যান্যের মধ্যে ঢাকা মেট্টোপলিটন পুলিশ কমিশনার (ডিএমপি) বেনজীর আহমেদ, ঢাকা রেঞ্জের ডিআইজি আসাদুজ্জামান মিয়া ও পুলিশ সুপার কামরুল হাসান বক্তব্য রাখেন। অতিরিক্ত আইজিপি শাহুদুল হক ধন্যবাদ জ্ঞাপন করেন। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুন, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শামসুল হক টুকু, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব শেখ এম ওয়াহিদুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।
ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/স্টাফ রিপোর্টার