বিরোধী দলের অভিযোগ, প্রস্তাব বা সুপারিশ যাই থাকুকনা কেন সংসদে এসে তা বলার আহ্বান জানিয়েছেন বাংলাদেশের রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান৷ তিনি গণতান্ত্রিক প্রক্রিয়া নস্যাৎ করার প্রচেষ্টার বিরুদ্ধে হুঁশিয়ার করে দিয়েছেন৷

 নবম জাতীয় সংসদের দ্বাদশ অধিবেশনও শুরু হয়েছে বিরোধী দল ছাড়া৷ বুধবার বিকেলে অধিবেশনের শুরুতে শোক প্রস্তাব ও আলোচনার পর নতুন বছরের প্রথম অধিবেশন শুরুর প্রথম দিনেই রেওয়াজ অনুযায়ী সন্ধ্যায় রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান সংসদে ভাষণ দেন৷ রাষ্ট্রপতি তার ভাষণে বলেন, গণতন্ত্র একটি চলমান প্রক্রিয়া৷ তাই বিরোধী দল যদি সংসদে এসে তাদের অভিযোগ, প্রস্তাব বা সুপারিশ তুলে ধরে, তাহলে গণতন্ত্রই লাভবান হবে৷

রাষ্ট্রপতি বলেন, অনেক ত্যাগ এবং সংগ্রামের ফসল বাংলাদেশের গণতন্ত্র৷ এবং এই গণতান্ত্রিক প্রক্রিয়া ভালভাবেই এগিয়ে যাচ্ছে৷ গণতান্ত্রিক প্রক্রিয়া বাধাগ্রস্ত করার কোন তৎপরতা কাম্য নয়৷ সাম্প্রতিক সময়ে গণতন্ত্র বিরোধী তৎপরতা নস্যাৎ করে দেয়ায় সেনাবাহিনীকে ধন্যবাদ জানান তিনি৷

রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান তার বক্তৃতায় সরকারের উন্নয়ন কার্যক্রম তুলে ধরেন৷ তিনি বলেন, যুদ্ধাপরাধীদের বিচার শুরু হয়েছে এবং তা চলবে৷ নির্বাচন কমিশন গঠন নিয়ে ডাকা সংলাপে রাজনৈতিক দলগুলো অংশ নেয়ায় রাষ্ট্রপতি তাদের ধন্যবাদ জানান৷

ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/স্টাফ রিপোর্টার

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here