{“remix_data”:[],”remix_entry_point”:”challenges”,”source_tags”:[“local”],”origin”:”unknown”,”total_draw_time”:0,”total_draw_actions”:0,”layers_used”:0,”brushes_used”:0,”photos_added”:0,”total_editor_actions”:{},”tools_used”:{“transform”:1},”is_sticker”:false,”edited_since_last_sticker_save”:true,”containsFTESticker”:false}
রাজু আহমেদ:: ‘মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য’—এই বিশ্বাসে মানুষের সম্মিলিত সহায়তায় বদলে যেতে পারে অসংখ্য জীবনের গল্প। এমনই এক পাশে থাকার আশায় রয়েছেন সরকারি তিতুমীর কলেজের বাংলা বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. মাজেদুর রহমান।

মাজেদুর বর্তমানে বিরল ও জটিল রোগ গিলিয়ান-ব্যারে সিনড্রোম (জিবিএস)-এ আক্রান্ত হয়ে রাজধানীর আগারগাঁও নিউরো সাইন্স হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকরা জানিয়েছেন, এ রোগের চিকিৎসা অত্যন্ত ব্যয়বহুল।

হাসপাতালের চিকিৎসক ডা. মো. মামুনুর রশিদের তথ্য মতে, জিবিএস আক্রান্ত রোগীর শরীরের ওজন অনুযায়ী ভ্যাকসিন দিতে হয়, যা প্রতিটি ক্ষেত্রে ভিন্ন ব্যয় হতে পারে। মাজেদের চিকিৎসার জন্য আনুমানিক ১০ লাখ টাকার প্রয়োজন।

মাজেদুরের বড় ভাই মেহেদী হাসান বলেন, শনিবার টেস্টের মাধ্যমে নিশ্চিত হই যে মাজেদের জিবিএস ধরা পড়েছে। চিকিৎসার জন্য প্রাথমিকভাবে ১০-১২ লাখ টাকা প্রয়োজন হবে বলে জানানো হয়েছে। আমাদের বাবা একজন শিক্ষক ছিলেন, আর আমরা নয় ভাই-বোনের পরিবার। সম্প্রতি আমার এক বোন আইসিইউতে ছিলেন। এমন পরিস্থিতিতে মাজেদের চিকিৎসার খরচ মেটানো আমাদের জন্য খুবই কঠিন হয়ে পড়েছে।

এ বিষয়ে তিতুমীর কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক কামরুন নাহার বলেন, মাজেদ আমাদের কলেজের সন্তান। যেহেতু তার চিকিৎসার ব্যয় অনেক বেশি, তাই শিক্ষার্থীদের পক্ষ থেকে সহযোগিতা করা হলে সেটি অনেক বড় সহায়তা হবে।

অন্যদিকে, কলেজের অধ্যক্ষ অধ্যাপক শিপ্রা রানী মণ্ডল বলেন, আমি বিষয়টি সম্পর্কে এখনো অবগত নই। তবে এ বিষয়ে আগামীকাল শিক্ষকদের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

মানবিক এই পরিস্থিতিতে মাজেদের পাশে দাঁড়াতে আগ্রহীরা নিম্নলিখিত যোগাযোগ মাধ্যমগুলো ব্যবহার করতে পারেন:

বিকাশ পার্সোনাল: ০১৮৬৬৯৮৮৭৪৭

নগদ পার্সোনাল: ০১৭৬৮৪০৬৮৪৩

ব্যাংক অ্যাকাউন্ট:

অ্যাকাউন্ট নাম্বার: ২০৫০৩১১৬৭০০১৫২৭০০

নাম: মো. মেহেদী হাসান

ব্যাংক: ইসলামী ব্যাংক, মতিঝিল শাখা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here