কেশবপুর উপজেলা পল্লীতে থানা পুলিশ অভিযান চালিয়ে বিরল প্রজাতির একটি টক্ক সাপ উদ্ধার করেছে।

জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যায় কেশবপুর থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বেলকাটি গ্রামের সোনাই মোড়লের পুত্র খলিলুর রহমানের বাড়িতে অভিযান চালিয়ে একটি বিরল প্রজাতির টক্ক সাপ উদ্ধার করেছে ।  উদ্ধার হওয়া টক্ক সাপটি খলিলুর রহমানের ঘরের ভেতর খাঁচায় আটকানো ছিল । এ সময় বাড়ির মালিক খলিলুর রহমান কৌশলে পালিয়ে যায়।

এ ব্যাপারে থানার ওসি মীর রেজাউল হোসেন জানান,  খলিলুর রহমান (৩৫)সহ একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে জনগনকে কোটিপতি হওয়ার প্রতারনা মূলক স্বপ্ন দেখিয়ে মোটা অংকের টাকা হাতিয়ে নেওয়ার কৌশল হিসেবে টক্ক সাপটি ব্যবহার করে আসছিলো। আটক টক্ক সাপটিকে বন বিভাগের কাছে হস-ান-র করা হয়েছে।

 

জাহিদ আবেদীন বাবু, কেশবপুর (যশোর)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here