দীর্ঘ যাত্রায় নিচের চলমান দৃশ্য দেখার আশায় অনেকেই বিমানের জানালার পাশের সিটে বসতে বেশি পছন্দ করেন। এবার তাদের জন্য দুঃসংবাদ নিয়ে এসেছেন বিজ্ঞানীরা। আমেরিকান কলেজ অব চেস্ট ফিজিশিয়ানসের গবেষকরা দাবি করেছেন, বিমানের জানালার পাশে বসার কারণে হূদযন্ত্রে রক্ত জমাট বাঁধা ও পেশীর বিভিন্ন সমস্যা দেখা দেওয়ার আশঙ্কা বেড়ে যায়।

শুধু দ্বিতীয় শ্রেণীর কেবিনের ক্ষেত্রেই নয়, প্রথম সারির কেবিনের জানালার পাশে বসলেও এ সমস্যা দেখা দিতে পারে। বিশেষত বৃদ্ধ ও গর্ভবতীদের ক্ষেত্রে জানালার পাশে না বসার বিষয়ে জোর দিয়েছেন গবেষকরা। সাধারণত বিমানের যাত্রায় ৮ থেকে ১০ ঘণ্টা বা তার বেশি সময় বসে থাকতে হয়। আর জানালার পাশে বসলে এতটা সময়ের মধ্যে খুব কমই ওঠা হয়। এতে করে শারীরিক এ ধরনের সমস্যা দেখা দেওয়ার মাত্রা বেড়ে যায়। ডেইলি মেইল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here