
পাকিস্তানি সেক্সসিম্বল মডেল ভিনা মালিক বিবস্ত্র হয়ে ক্যামেরার সামনে পোজ দিয়ে ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছেন। ভারতের কিশোর ম্যাগাজিন এফএইচএমের ডিসেম্বর সংখ্যার প্রচ্ছদে তার টপলেস ছবি ব্যবহার হওয়ায় বিতর্ক আরও প্রকট হয়ে উঠেছে। ভিনার খোলামেলা উপস্থিতির জন্য পাকিস্তানের যুবক ও উদার শ্রেণীর কিছু ভক্ত থাকলেও এ নগ্নতা ও দেশটির গোয়েন্দা বাহিনীকে জড়িয়ে তার করা মন্তব্য পাকিস্তানের রক্ষণশীলদের মাঝে জোরালো বিতর্কের জন্ম দিয়েছে।

তবে মিস মালিক ভারতের ওই ম্যাগাজিনের জন্য ৩৩ বছর বয়স্ক তারকার সঙ্গে যে পোজ দিয়েছিলেন তা বিকৃত করা হয়েছে বলে দাবি করেছেন। তিনি বলেন, আমি কখনও নগ্ন পোজ দেইনি। বিষয়টি আমার ম্যানেজার ও লিগ্যাল টিম খতিয়ে দেখছে। আমরা তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবো। তবে বিষয়টি এখানেই শেষ হয়ে যায়নি। কারণ, ভিনা মালিকের বিরুদ্ধে আগে থেকেই পর্নো তারকা হওয়ারও অভিযোগ রয়েছে।
ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/বিনোদন