ভালবাসা দিবসের রকমারি আয়োজনের সঙ্গে গানওয়ালাদের চলমান ব্যস্ততায় নতুন মাত্রা যোগ করেছে অনুষ্ঠিতব্য বাংলাদেশ প্রিমিয়ার লীগ। হাবিব, ন্যান্সি, শফিক তুহিন, কণা, প্রীতম, এলিটা, আরফিন রুমি, পড়শী, সাব্বিরদের ভালবাসা দিবসের গান কিংবা অ্যালবামের বাইরে বিপিএল কেন্দ্রিক কার্যক্রমে সুবাতাস বইছে অর্থহীন-অভাবী সংগীতাঙ্গনে। শুধু সংগীতাঙ্গনই নয়, চলচ্চিত্র ও নাটকের তারকারাও ক্রমশ যুক্ত হচ্ছেন দেশে প্রথমবারের মতো আয়োজিত ক্রিকেটের এ টি-২০ মহাযজ্ঞে। এরই মধ্যে রেকর্ডিং সম্পন্ন হয়েছে বিপিএলের ছয়টি দলের শীর্ষ সংগীতের।

এর মধ্যে সংগীতের সর্বোচ্চ সফল পিতা-পুত্র ফেরদৌস ওয়াহিদ ও হাবিব শীর্ষ সংগীত তৈরি করেছেন খুলনা রয়েল বেঙ্গলসের জন্য। হাবিবের সুর-সংগীতে রক ফিউশনধর্মী গানটির কথা হচ্ছে- ঘুম ভুলে যাও, দেখো রূপসার বুক থেকে আসছে নতুন এক ঢেউ/এবার জমবে খেলা, শিকারের এই নেশা, রুখতে পারবে না কেউ/ হুংকার গর্জনে সবটুকু অর্জন, কেড়ে নেবো ব্যাটে আর বলে। গানটিতে যৌথভাবে কণ্ঠ দিয়েছেন পিতা-পুত্র দু’জনে। এদিকে দুরন্ত রাজশাহীর জন্য গান করেছেন ফুয়াদ আল মুক্তাদির। এতে কণ্ঠ দিয়েছেন হামিন আহমেদ, জোহান, ডি রকস্টার শুভ প্রমুখ। এস আই টুটুল তৈরি করেছেন বরিশাল বার্নার্সের শীর্ষ সংগীত। গানটিতে যৌথভাবে কণ্ঠ দিয়েছেন এস আই টুটুল ও বিউটি দাস। সিলেট রয়েলসের জন্য একাধিক শিল্পী নিয়ে গান তৈরি করেছেন ইবরার টিপু।

ঢাকা গ্ল্যাডিয়েটর্সের জন্য গান করেছেন সুফি ঘরানার শিল্পী পারভেজ। দুই রেডিও জকি সজীব ও রাজু তৈরি করেছেন চিটাগং কিংসের গান। বিভিন্ন সূত্রে জানা যায়, ছয়টি দলের জন্য আরও বেশ কিছু গান  দলের পক্ষ থেকে সমর্থকদের উদ্দীপনা আর আনন্দের জোয়ারে ভাসানোর লক্ষ্যে তৈরি হচ্ছে। বিপিএলের শীর্ষ সংগীত তৈরি এবং পুরো আয়োজন প্রসঙ্গে হাবিব বলেন, আমার আসলে হুট করে খুলনা রয়েলের জন্য গানটি করার কোন পরিকল্পনাই ছিল না।

তাছাড়া আমি হুটহাট কাজ করার পক্ষে নই। আমি গেল ক’মাস ধরে ন্যান্সির অ্যালবামটি নিয়ে রাত-দিন খেটে মরছি। তবে খুলনা থেকে অফারটা পাবার পর টের পেলাম, বিপিএল বিষয়টি আসলেই অনেক বড়সড় একটি টুর্নামেন্ট। দেশীয় এবং আন্তর্জাতিকভাবে বিষয়টি বেশ সিরিয়াসই মনে হলো। তাই শেষ পর্যন্ত কাজটি করলাম, বিপিএলের একজন অংশীদার হতে। এদিকে বরিশাল বার্নার্সের এস আই টুটুল বলেন, এটা একটা আন্তর্জাতিক উৎসব। গানটি করে ভালই লাগছে। তাছাড়া দেখলাম সব দল থেকেই বেশ কিছু গান করা হচ্ছে। এর ফলে আমাদের সংগীতাঙ্গনে একটা ভাইব্রেশন ক্রিয়েট হয়েছে। এমন ইভেন্ট আমরা নিজের মাটিতে আরও বেশি বেশি চাই। এদিকে বিপিএলের শীর্ষ সংগীত তৈরি ও কণ্ঠ দেয়ার পাশাপাশি চলচ্চিত্র-সংগীত-নাটক অঙ্গনের বেশ ক’জন তারকা বিভিন্ন দলের ব্র্যান্ড এম্বাসেডর হিসেবে নাম লিখিয়েছেন। এর মধ্যে দেশের সেরা মডেল নোবেল ও অভিনেত্রী বিন্দু যোগ দিয়েছেন ঢাকা গ্ল্যাডিয়েটর্সে। সিলেট রয়েলসে যোগ দিয়েছেন জনপ্রিয় তিন মডেল ইমন-শারিকা-নীরব। খুলনা রয়েল বেঙ্গলে এভারেস্ট জয়ী মডেল মুসা ইব্রাহিম, আর ফুয়াদ যোগ দিয়েছেন দুরন্ত রাজশাহীতে।

এখানেই শেষ নয়, ঢাকা গ্ল্যাডিয়েটর্সের হয়ে বলিউড থেকে ব্র্যান্ড এম্বাসেডর হিসেবে ঢাকায় আসার কথা রয়েছে নেহা ধুপিয়া এবং জায়েদ খানের। সিলেট রয়েলসের হয়ে আসার কথা রয়েছে রাইমা সেন ও রিয়া সেনের। বিভিন্ন সূত্রে জানা যায়, দেশ এবং বিদেশের আরও বেশ কিছু শীর্ষ কিংবা গ্ল্যামারাস তারকাকে দলে ভিড়াতে যার যার অবস্থান থেকে তৎপরতা চালিয়ে যাচ্ছেন সংশ্লিষ্টরা। এর মধ্যে এখনও অপ্রকাশিত রয়েছে আরও বেশ কিছু বড়সড়ো তারকা চমক। আগামী দু’একদিনের মধ্যে এসব চমক বোমা ফাটাবে ক্রিকেটাঙ্গন এবং গ্ল্যামার মিডিয়ায়-এমনটাই আশা করছেন সবাই। তবে আগামীকাল বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠান মাতানোর সিডিউল এরই মধ্যে প্রায় চূড়ান্ত হয়েছে। বিপিএল সূত্রে জানা যায়, এদিন জমকালো উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করবে দেশের শীর্ষ দুই ব্যান্ড মাইলস ও এলআরবি। এর সঙ্গে থাকছে পপ তারকা মিলার চোখধাঁধানো পারফরমেন্স।

দেশীয় শীর্ষদের সঙ্গে বর্ণিল এ আসর মাতিয়ে তুলতে একই মঞ্চে আরও থাকার কথা রয়েছে- সর্বশেষ সুপারহিট ‘উলাল্লা উলাল্লা’ খ্যাত বাপ্পী লাহিড়ী, মুম্বই ব্ল্যাক ডায়মন্ড বিপাশা বসু, বলিউড আইটেম সং তারকা মালাইকা অরোরাসহ আরও অনেকের। সব মিলিয়ে বিপিএলের মূল খেলা কিংবা এর ফলাফল যাই হোক না কেন, তার আগেই শোবিজ মিডিয়া তেতে উঠেছে নতুন গান আর পারফরমেন্সের উত্তাপে।

ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/নিউজ ডেস্ক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here