বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সবচেয়ে বড় আসর বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল) উদ্বোধনী অনুষ্ঠান বৃহস্পতিবার মিরপুর শেরে-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। রাষ্ট্রপতি মোহাম্মদ জিল্লুর রহমান প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের উদ্বোধন করবেন।
উদ্বোধনী অনুষ্ঠানকে জমকালো করতে বলিউড ও ঢালিউডের বিভিন্ন তারকারা এতে অংশ নেবেন। তাদের মধ্যে মুম্বাইয়ের হার্টথ্রব তারকা বিপাশা বসু, মালাইকা অরোরা খান, ঋতুপর্ণা সেনগুপ্তা, বাংলাদেশের জনপ্রিয় নৃত্যশিল্পী নিপা ও শিবলি জুটি এবং ঢালিউড তারকা সাকিব খান ও অপু বিশ্বাস তাদের অংশগ্রহণ নিশ্চিত করেছেন।
এছাড়া উদ্বোধনী অনুষ্ঠানে ভারতের জনপ্রিয় কণ্ঠশিল্পী ও উপস্থাপক শান, বাপ্পি লেহেড়ি এবং বাংলাদেশের আইয়ুব বাচ্চু ও তরুণ প্রজন্মের শিল্পী মিলা গান গাইবেন। আর ব্যান্ডদল হিসেবে মাইলসও এতে অংশ নেবে।
সন্ধ্যা সাড়ে ৬টায় স্টেডিয়ামের ফ্লাডলাইট জ্বলবে। এর এক মিনিট পরই বাজবে একুশের চেতনা সম্বলিত গান। আর এ গানটি পরিবেশন করবেন আইয়ুব বাচ্চু। এ সময় ২৫ জন খুদে শিল্পীও তার সঙ্গে থাকবে।
পরে শান, বাপ্পী লেহেড়ি, কুমার বিশ্বজিৎ এবং আইয়ুব বাচ্চু মিলে বিপিএলের থিম সং গাইবেন।
পৌঁনে ৭টার দিকে বিপিএলের ৬টি দল বরিশাল বার্নার্স, চিটাগাং কিংস, ঢাকা গ্ল্যাডিয়েটরস, দুরন্ত রাজশাহী, সিলেট রয়্যালস এবং খুলনা রয়্যাল বেঙ্গলস মাঠে নামবে। আর তারা যখন মাঠে নামবে তখন প্রত্যেকের প্রবেশের সময় নিজস্ব থিম সং পরিবেশন করা হবে।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) প্রধান আহম মোস্তফা কামাল ও ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার ৭টার দিকে মাঠে যাবেন। এরপর ২৫ জন খুদে শিল্পীকে সঙ্গে নিয়ে মাঠে প্রবেশ করবেন রাষ্ট্রপতি জিল্লুর রহমান। তারপর এক মিনিট জাতীয় সংগীত বাজানো হবে।
পরে বিপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান গাজী আশরাফ হোসেন লিপু, বিসিবি সভাপতি, ক্রীড়া প্রতিমন্ত্রী, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বক্তব্য রাখবেন। সোয়া ৭টার দিকে বিপিএলের উদ্বোধন করবেন রাষ্ট্রপতি।
সাড়ে ৭টার দিকে ফ্লাডলাইট কিছু সময়ের জন্য বন্ধ করে দেয়া হবে। এ সময় স্ক্রিনে বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের করা বাংলাদেশের বিশেষ প্রামান্য চিত্র দেখানো হবে। এরপরই শুরু হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। আর শুরুতেই নাচ পরিবেশন করবেন নৃত্য শিল্পী শিবলী ও নিপা।
এরপর মিলা তার রকব্যান্ডের ‘বাপুরাম সাপুরে’, ‘হাজার দর্শক মন মজাইয়া’ গান দিয়ে স্টেডিয়াম মাতবে। আর মিলার গান শেষ হওয়ার পরপরই ‘নিঃস করেছ আমায়’ ও ‘চাঁদ তারা সূর্য’-সহ আরও বেশ কিছু গান গেয়ে দর্শক মাতাবে মাইলস।
এরপর ৮টার দিকে মঞ্চে নাচ পরিবেশন করবেন কলকাতার ঋতুপর্ণা। তারপর ‘তিন পুরুষ’, ‘সেই তুমি’ এবং ‘এক আকাশের তারা’-সহ আরো গান দ্বারা দর্শকদের মাতোয়ারা করতে মঞ্চে হাজির হবেন আইয়ুব বাচ্চু। সাড়ে ৮টার দিকে বাংলাদেশের নায়ক শাকিব খান ও নায়িকা অপু বিশ্বাসের জুটি নাচ পরিবেশন করবেন।
দুই বাংলার জনপ্রিয় শিল্পী বাপ্পী লেহেড়ি তার সম্প্রতি বিখ্যাত হওয়া ‘উলালা উলালা’ গানটি উপস্থাপন করবেন বাংলাদেশের দর্শকদের উদ্দেশ্যে। এরপর বাংলা ও হিন্দীসহ বিভিন্ন গান গাইবেন শান।
৯টার দিকে দর্শকদের মাতাল করতে মঞ্চে পা রাখবেন বলিউডের ‘ছাইয়া ছাইয়া’ ও ‘মুন্নি বাদনাম’ খ্যাত মালাইকা আরোরা। আর সোয়া ৯টার দিকে হবে লেজার শো। এরপর সাড়ে ৯টার দিকে মঞ্চে উঠবেন হলিউডের হার্টথ্রব বিপাশা বাসু। আর বিপাশার নাচ শেষে পৌঁনে ১০টার দিকে অনুষ্ঠিত হবে জমকালো আতশ বাজির ঝলকানি।
পরে রাত ১০টার দিকে বিপিএল টি-টোয়েন্টির প্রথম আসরের উদ্বোধনী অনুষ্ঠান শেষ হবে।
প্রসঙ্গত, আগামী ১০ ফেব্রুয়ারি বাংলাদেশে প্রথমবারের মতো বিপিএল শুরু হবে।
ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/স্পোর্টস নিউজ