ইমা এলিস/ বাংলা প্রেস, নিউ ইয়র্ক ::
যুক্তরাষ্ট্র সফররত ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও রাজনীতি বিশেষজ্ঞ ড. আসিফ নজরুল বলেছেন, বন্দুকযুদ্ধ ও ক্রসফায়ারের নামে বিনা বিচারে মানুষ হত্যা আর দিনের ভোট রাতে দেওয়া এটা কেমন মুক্তিযুদ্ধের চেতনা?এটা মুক্তিযুদ্ধের চেতনা নয় নয়। স্থানীয় সময় রোববার(১০ সেপ্টেম্বর) নিউ ইয়র্কের কুইন্সে ভাসানী ফাউন্ডেশনের ৪র্থ আন্তর্জাতিক সম্মেলন অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। যুক্তরাষ্ট্রের বাংলা সংবাদমাধ্যম বাংলা প্রেস  এ খবর জানিয়েছে।
ভাসানী ফাউন্ডেশনের সদ্য নির্বাচিত সভাপতি আলী ইমাম শিকদারের সভাপতিত্বে কুইন্স প্যালেসে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মইনুদ্দিন নাসের। স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সহ-সাধারণ সম্পাদক ইমরান আনসারি।
এতে প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. আসিফ নজরুল বলেন, বন্দুকযুদ্ধ ও ক্রসফায়ারের নামে বিনা বিচারে মানুষ হত্যা আর দিনের ভোট রাতে দেওয়া মুক্তিযুদ্ধের চেতনা নয়। মাওলানা ভাসানী ছিলেন মুক্তিযুদ্ধের বিশুদ্ধ চেতনার মানুষ। মুক্তিযুদ্ধের চেতনা হচ্ছে ভাসানীর লংমার্চ। আজকে ক্ষমতায় থাকার জন্য দেশকে বিকিয়ে দেয়া হচ্ছে। অন্য দেশকে স্বামী বলা হচ্ছে। বাংলাদেশে সেক্যুলারিজমের নামে একদল মানুষ ইসলামের বিরুদ্ধে কাজ করছে বলে উল্লেখ করেন আসিফ নজরুল।
মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর দীর্ঘ সংগ্রামী জীবনের ওপর আরও আলোচনা করেন ভাসানী বিশেষজ্ঞ সৌমিত্র দস্তিদার, ড. লাইলী উদ্দীন, মোহাম্মদ হোসেন খান, ডা. ওয়াদুদ ভূঁইয়া, ড. আবিদ বাহার, নাহিদুল এইচ খান, প্রফেসর দেওয়ান শামসুল আরেফিন, সৈয়দ টিপু সুলতান, ফকরুল আলম, আজহারুল হক মিলন, কাজী আযম, মোহাম্মদ আলী, মাহমুদুর রেজা চৌধুরী, সন্তলি হক, হাসান আলী, আমিন মেহেদী, সাঈদ তারেক, আবুল কাশেম, আশরাফুজ্জামান, আসিফ আকরাম, ইঞ্জি.আব্দুল খালেক, দারাদ আহমেদ, লুৎফর রহমান হেলাল, এডভোকেট মজিবুর রহমান, আনোয়ার হোসেন লিটন, আবু তালেব চান্দু, প্রফেসর সৈয়দ আজাদ, মাহতাব উদ্দীন আহমেদ, কাজি ফৌজিয়া, সাংবাদিক কাজি শামসুল হক, ডা. ওয়াজেদ এ খান, আবু তাহের, মনোয়ারুল ইসলাম, রতন তালুকদার, মোহাম্মদ সাইয়িদ ও মিজানুর রহমান। আলোচকরা গণতান্ত্রিক পরিবেশ পুনরুদ্ধার ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে ভাসানীর মতো সাহসী নেতৃত্বের প্রয়োজনীতা অনুভব করেন।
আলোচনা শেষে সংগীত পরিবেশন করেন রিজিয়া পারভীন, শামীম সিদ্দিকী, চন্দ্রা রায় ও হাসান মাহমুদ। অনুষ্ঠানে মাওলানা ভাসানীর জীবন নিয়ে তথ্যচিত্র তুলে ধরেন সৌমিত্র দস্তিদার। সম্মেলনে ভাসানীর তথ্য সমৃদ্ধ একটি ম্যাগাজিন প্রকাশ করা হয়। সুভ্যেনির কমিটির আহবায়ক ও ম্যাগাজিন সম্পাদনায় ছিলেন যথাক্রমে ইমরান আনসারি ও শামসুল আরেফিন।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here