শাব্বির এলাহী, কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি :: মৌলভীবাজারের কমলগঞ্জে তৌহিদুল ইসলাম চৌধুরী বালিকা উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা ও বিদ্যালয়ের ২৫০ জন শিক্ষার্থীদের বিনামূল্যে স্কুল ব্যাগ বিতরণ করা হয়েছে।
বুধবার (১২ জুন) সকাল ১১টায় উপজেলার আলীনগর ইউনিয়নের শ্রীনাথপুর এলাকায় তৌহিদুল ইসলাম চৌধুরী বালিকা উচ্চ বিদ্যালয় হল রুমে  বিদ্যালয়ের সভাপতি রুনা বেগম চৌধুরীর সভাপতিত্বে স্কুল ব্যাগ বিতরণ অনুষ্ঠানে  প্রধান অতিথি   ছিলেন কমলগঞ্জ উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান  ইমতিয়াজ আহমেদ বুলবুল।
প্রধান শিক্ষক নিরঞ্জন দেব এর সঞ্চালনায় অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসাবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ পৌর মেয়র মো. জুয়েল আহমেদ।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় ইউপি চেয়ারম্যান  নিয়াজ মোর্শেদ রাজু, সফাত আলী সিনিয়র মাদ্রাসার ইংরেজি প্রভাষক সেলিম আহমদ চৌধুরী, কমলগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মোমিন, মকবুল আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সালমান আলী প্রমুখ।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন  ইউপি সদস্য তোফাজ্জল করিম চৌধুরী শ্যামল, সাংবাদিক শাব্বির এলাহী, শাহীন আহমেদ, পিন্টু দেবনর, শিক্ষক-শিক্ষিকা, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্যবৃন্দ, অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ প্রমুখ।

উল্লেখ্য,  তৌহিদুল ইসলাম চৌধুরী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রথমবারের মতো এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে ৯০% পাস করেছে।’

অসংখ্য চ্যালেঞ্জের মুখেও দারিদ্রতাকে পেছনে ফেলে সম্পূর্ণ বিনামূল্যে পড়াশোনা করে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে বিদ্যালয়সহ এলাকার সুনাম রক্ষা করায় কৃতি ছাত্রীদের সংবর্ধনা দেওয়া হয়।

এছাড়া শিক্ষার্থীদের সাফল্য এবং গরীব শিক্ষার্থীদের কথা বিবেচনা করে প্রতিষ্ঠাতা পরিবারের পক্ষ থেকে বিদ্যালয়ের ২৫০জন শিক্ষার্থীকে বিনামূল্যে স্কুল ব্যাগ বিতরণ করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here