বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদানরেজাউল হক, রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি :: লক্ষ্মীপরের রামগতি উপজেলার চরসীতা গ্রামে ১৬ জন অভিজ্ঞ ডাক্তারের সমন্বয়ে গঠিত একটি টিম দিনব্যাপী দুই হাজার গরীব ও অসচ্ছল রোগীকে বিনা মূল্যে চিকিৎসা সেবা প্রদান ও তাদের মধ্যে প্রয়োজনীয় ঔষধ বিতরন করেন।

আজ শুক্রবার লায়ন্স ক্লাব অব ঢাকা আইডিয়াল গ্রীন এর সহযোগিতায় সামাজিক দায়বদ্ধতা ও আর্তমানবতার সেবায় মমিন উল্যাহ চেয়ারম্যান স্মৃতি পরিষদ দিনব্যাপী চোখ, দাঁত ও দাঁতের মাড়ির ক্যানসার, ঠোটকাটা, মেডিসিন এবং মহিলাদের শারীরিক সমস্যার উপর বিনামূল্যে এই চিকিৎসা সেবার আয়োজন করে।

চিকিৎসক ডাঃ আতিকুর রহমান ও ডাঃ রাকিবুল হাসান মুরাদ উক্ত মেডিকেল টিমের নেতৃত্ব দেন।

এই সময় রামগতি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ দেলোয়ার হোসেন, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ডাঃ মোসলেহ উদ্দিন, ইউপি চেয়ারম্যান হারুন অর রশিদ মোল্লা, মমিন উল্যাহ চেয়ারম্যান স্মৃতি পরিষদের সভাপতি মোঃ মোশাররফ হোসেন, সাধারণ সম্পাদক মোঃ মোজাম্মল হোসেনসহ  লায়ন্স ক্লাব অব ঢাকা আইডিয়াল গ্রীন এর কেন্দ্রীয় নেতৃবৃন্দ,  মমিন উল্যাহ চেয়ারম্যান স্মৃতি পরিষদের নেতৃবৃন্দ এবং স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

চিকিৎসা বঞ্চিত গরীব ও অসচ্ছল রোগীরা এ সেবা পেয়ে সন্তোষ প্রকাশ করেন।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here