ডেস্ক রিপোর্ট::  লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় বিদ্যুৎস্পৃষ্টে একই পরিবারের দুই গৃহবধূর মৃত্যু হয়েছে। শুক্রবার (৬ অক্টোবর) দুপুরে উপজেলার তুষভান্ডার ইউনিয়নের টেপাটারী গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

তুষভান্ডার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর ইসলাম আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন- টেপাটারী গ্রামের বাবলু মিয়ার স্ত্রী ফিরোজা বেগম (৪২) ও বাবলু মিয়ার ছোট ভাই একাব্বর আলীর স্ত্রী নিলুফা বেগম (৩৮)।

প্রত্যক্ষদর্শীরা জানান, বাড়ির ভেতরে টিনের বেড়ায় ঘেরা বাথরুমে গোসল করছিলেন ফিরোজা বেগম। সেই বেড়ার টিনের সঙ্গে সংযুক্ত ছিল বৈদ্যুতিক তার। এতে বিদ্যুৎস্পৃষ্ট হন ফিরোজা বেগম। এ সময় তাকে উদ্ধার করতে যান একাব্বর আলীর স্ত্রী নিলুফা বেগম। এতে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে বাড়ির লোকজন তাদেরকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here