সায়মা আক্তার, ক্যাম্পাস প্রতিনিধি ::  
ডিবেট ফর ডেমোক্রেসি এর উদ্যোগে আয়োজিত অভিবাসী দিবসকে কেন্দ্র করে রেমিটেন্স প্রবাহ বৃদ্ধি করতে করণীয় নিয়ে ছায়া সংসদ বিতর্কে রানার্স আপ হয়েছেন বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ।
শুক্রবার (২০ ডিসেম্বর) ঢাকার তেজগাঁও এ অবস্থিত বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসি) এ বিতর্ক প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়।
বিতর্ক প্রতিযোগিতায় সরকারি দল হিসেবে অংশগ্রহণ করেন শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় এবং বিরোধী দল হিসেবে অংশগ্রহণ করেন বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ।
এসময় বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের দলটি তাদের উজ্জ্বল, বাস্তবধর্মী, সুশৃঙ্খল, তথ্যনির্ভর এবং বাস্তব প্রেক্ষাপটের মাধ্যমে সংস্কারের গুরুত্বের দিকে আলোকপাত করেন এবং এর মাধ্যমে রেমিটেন্স প্রবাহের বৃদ্ধির বিভিন্ন নীতিমালা ও দৃষ্টান্ত স্থাপন করেন। যা অতিথি এবং শ্রোতাদের মন জয় করে নেয়। বিরোধীদলীয় নেতা নওশীন আক্তার নিহা, বিরোধীদলের উপনেতা তানজিলা আক্তার অনন্যা, বিরোধী দলীয় সাংসদ তাসমিন খাতুন অত্যন্ত দক্ষতার সাথে তাদের যুক্তি উপস্থাপন করেন। দলের অন্যান্য সদস্য হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য হিসেবে তাহরিমা হোসেন নোভা ও মিথিলা খান অ্যানি যারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
বদরুন্নেসা কলেজের দল তাদের বক্তব্যে তুলে ধরে যে, প্রবাসীদের অধিকার সুরক্ষায় সংস্কারমূলক পদক্ষেপ নেয়া জরুরি। শুধুমাত্র মূল্যায়ন দিয়ে সমস্যার সমাধান সম্ভব নয়। মূল্যায়ন পরিচালনার জন্য পূর্বে সংস্কারের প্রয়োজন এক্ষেত্রে তারা মুখ্য এবং গৌণ ভূমিকাগুলোর কথা উল্লেখ্য করেন।
বিচারকরা বদরুন্নেসা কলেজ দলের যুক্তি সম্পর্কে বলেন, “বিরোধী দলের উপস্থাপনার প্রতিটি বাক্যে আত্মবিশ্বাস ও জ্ঞানের ছাপ ছিল, যা শ্রোতাদের মাঝে গভীর প্রভাব ফেলেছে।”
এদিকে সরকারি দল হিসেবে শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের দৃঢ় দক্ষতা, তাদের বাচনভঙ্গি, কৌশলগত দিক দিয়ে মূল্যায়নকে অগ্রাধিকার দেন এবং এই মূল্যায়ন স্থাপন করার জন্য বিভিন্ন ব্যবস্থাপনার আশ্বাস দেন।
প্রতিযোগিতায় সামান্য ব্যবধানে এগিয়ে যায় শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় এবং চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন। একই সাথে বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ রানার্স আপ হওয়ার খেতাব অর্জন করেন। অনুষ্ঠানের প্রধান অতিথি এবং বিশেষ অতিথি চ্যাম্পিয়ন এবং রানার্সআপ দলের হাতে নগদ অর্থ পুরস্কার এবং ট্রফি তুলে দেন।
বিতর্ক প্রতিযোগিতা শেষে বিরোধীদলীয় নেতা নওশীন আক্তার নিহা বলেন, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের দল তাদের সৃজনশীলতা ও মেধা দিয়ে প্রমাণ করেছে যে, তারা ভবিষ্যতের যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইসিবি এর চেয়ারম্যান অধ্যাপক আবু আহমেদ। তিনি বলেন, “প্রবাসীদের অবদান ছাড়া দেশের অর্থনীতি টিকিয়ে রাখা অসম্ভব। দুর্নীতি কমানো গেলে অর্থ পাচার রোধ হবে, যা রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধিতে সহায়ক হবে।”
ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ কিরণ বলেন, “বর্তমান সরকার অর্থপাচার রোধে কাজ করছে। ২০২৪ সালে রেমিট্যান্স ২৬ বিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে বলে আশা করা হচ্ছে এবং ২০২৫ সালে এটি ৩৫ থেকে ৪০বিলিয়ন ডলারে উন্নীত হতে পারে।”
তিনি আরও বলেন, “ডিবেট ফর ডেমোক্রেসির এমন আয়োজন ভবিষ্যতে শিক্ষার্থীদের মধ্যে যুক্তিবাদী দক্ষতা ও প্রবাসীদের অধিকার নিয়ে সচেতনতা তৈরির ক্ষেত্রে একটি মাইলফলক স্থাপন করবে।”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here