ঢাকা : নির্বাচনী প্রস্তুতির জন্য এবারের বিজয় দিবস প্যারেড বাতিল করা হয়েছে
বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এক চিঠিতে মন্ত্রিপরিষদ বিভাগকে বিষয়টি অবহিত করা হয়েছে বলে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা সাংবাদিকদের জানান।
প্রতি বছর ১৬ ডিসেম্বর পুরাতন বিমান বন্দরে সব বাহিনীর সদস্যদের অংশগ্রহণে এই প্যারেড হয়।
মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো চিঠিতে বলা হয়, এবার জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ব্যস্ত থাকতে হচ্ছে। তারা কুচকাওয়াজের প্রস্তুতি নিতে না পারায় প্যারেড বাতিল করা হয়েছে।
৫ জানুয়ারি ভোটের দিন রেখে গত সোমবার নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। তার আগে ২ ডিসেম্বর পর্যন্ত মনোনয়নপত্র দাখিল করা যাবে, বাছাই হবে ৫ ও ৬ ডিসেম্বর।
১৩ ডিসেম্বর মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন পেরিয়ে গেলেই প্রার্থী চূড়ান্ত হয়ে যাবে। এরপর নির্বাচনে সেনা মোতায়েনের বিষয়ে সিদ্ধান্ত হবে বলে ইতোমধ্যে নির্বাচন কমিশন থেকে ইংগিত দেয়া হয়েছে।