বিজয় দিবসেও পিরোজপুরের শহীদ বেদীটি ছিল অরক্ষিত। ফলে স্বাধীনতা যুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে ১৬ ডিসেম্বর বেদীতে যে ফুলের মালা দেয়া হয়েছিল তা সকাল ৯ টার পর ওই এলাকার লোকজন নিয়ে যায় বলে অভিযোগ পাওয়া গেছে।
পিরোজপুরের বলেশ্বর নদী ঘাটে ১৯৭১ এ পাক হানাদার বাহিনী গুলি করে ও বেওনেট দিয়ে নির্মমভাবে হত্যা করেছিল পিরোজপুরের শতশত মুক্তিকামী মানুষকে। তাদের প্রতি শ্রদ্ধার নিদর্শন স্বরুপ এ ঘাটে স্বাধীনতা উত্তর নির্মিত হয় শহীদ বেদীটি । কিন্তু নির্মানের পর থেকে এটি কখনোই সেভাবে রক্ষনাবেক্ষন করা হয়নি। এমনকি বিজয় দিবস বা স্বাধীনতা দিবসেও এটি থাকে প্রায় অরক্ষিত। গতকাল বিজয় দিবসে পিরোজপুরের প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, রাজনৈতিক দলসহ বিভিন্ন সংগঠন ও সর্বস্তরের মানুষ শহীদ বেদীতে ফুল দিয়ে ৭১ এর বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানায়। সকাল সাড়ে ৬ টা থেকে ৮ টা পর্যন্ত চলে এ শ্রদ্ধা নিবেদন। এ সময়ে বেদীতে পুলিশ প্রহরা থাকলেও ঘন্টাখানেক পর পুলিশ চলে গেলে ওই এলাকার লোকজন বিশেষ করে শিশুরা শহীদ বেদীতে অর্পণ করা শতাধিক পুস্পমাল্যের সব গুলোই নিয়ে যায়। আর অন্য দিনগুলোর মতো এ বিশেষ দিনেও শহীদ বেদীটি হয়ে পড়ে অরক্ষিত। সকাল সাড়ে ৯ টায় বলেশ্বর ঘাটে গিয়ে দেখা গেছে শহীদ বেদীতে কোন ফুলের মালা নেই। এ ব্যাপারে স্থানীয় দোকানদার মোক্তার সরদার ও ওই ঘাটের জনৈক লেবার ইলিয়াস হাওলাদার জানান, সকাল সাড়ে ৮ টার দিকে পুলিশ চলে গেলে বেদীতে দেয়া ফুলের মালাগুলো নিয়ে যায় এলাকার লোকজন। এ ব্যাপারে পিরোজপুরের জেলা প্রশাসক মোঃ রুহুল আমীন এর সাথে যোগাযোগ করা হলে তিনি বিস্ময় প্রকাশ করে এ প্রতিনিধিকে বলেন,“ আপনি যে ইনফরমেশন দিলেন তা আমি বিশ্বাস করতে পারছিনা” । তবে তিনি বিষয়টি দেখবেন বলে জানান।
ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/রশিদ আল মুনান/পিরোজপুর